রবিবার, ২৫শে মে ২০২৫, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
  • বৈঠকের পর উপদেষ্টা পরিষদের বিবৃতি
  • প্রতিবন্ধকতা কাটিয়েই অর্পিত দায়িত্ব পালন করতে হবে
  • ১১ হাজার ৮৫১ কোটি টাকার ৯ প্রকল্প একনেকে অনুমোদন
  • সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস
  • প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন
  • সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৭৪৪
  • জুলাই ঘোষণাপত্র-বিচার-সংস্কার-নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে চায় এনসিপি
  • একনেক সভা শেষে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধান উপদেষ্টা
  • সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ভাঙ্গায় রাতের আঁধারে ৩ জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ মে ২০২৫, ১১:৪৫

ভাঙ্গায় রাতের অন্ধকারে তিনজনকে উপর্যুপরি কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গুরুতর আহত তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় ইয়াছিন খালাসি (১৯) নামক এক যুবকের মৃত্যু হয়। শনিবার (১০ মে) রাতে এ ঘটনা ঘটে।

ইয়াছিন খালাসি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের থানমাত্তা গ্রামের কৃষক জাহাঙ্গীর খালাসীর পুত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (১০ মে) রাত সাড়ে ১০ টার দিকে থানমাত্তা গ্রামের খালের ব্রিজের উপর বসে গল্প করছিল থানমাত্তা গ্রামের জাহাঙ্গীর খালাসির ছেলে ইয়াসিন খালাসী (১৯), একই গ্রামের ফখরুদ্দিন শেখের ছেলে রায়হান শেখ (২৪) ও এলাকায় বেড়াতে আসা মাদারীপুরের রাজৈর উপজেলার মাঝিকান্দা গ্রামের বাবুল মাতুব্বরের ছেলে শাকিব মাতুব্বর (১৬)। এরমধ্যে রাত সাড়ে ১০ টার দিকে ৭-৮ জন তরুণ ও কিশোর ধারালো অস্ত্র নিয়ে এসে ইয়াছিনসহ তিনকে এলোপাতাড়ি কুপাতে থাকে।

এদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রোগীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য রওনা হয় রোগীর স্বজনরা। ঢাকা নেওয়ার সময় পথে ইয়াছিন খালাসির মৃত্যু হয়।

আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাজাহান হাওলাদার বলেন, আমার ইউনিয়নের থানমাত্তা গ্রামের দুই জনসহ তিনজনকে কুপিয়ে জখম করা হয়। এরমধ্যে একজন মারা গিয়েছে। দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, শনিবার রাতে তিন জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এরমধ্যে ইয়াছিন খালাসি নামক একজন শনিবার রাতেই মারা গিয়েছে। পূর্ব শত্রুতার জেরে ঘটনা ঘটে থাকতে পারে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর