শনিবার, ২৪শে মে ২০২৫, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
  • বৈঠকের পর উপদেষ্টা পরিষদের বিবৃতি
  • প্রতিবন্ধকতা কাটিয়েই অর্পিত দায়িত্ব পালন করতে হবে
  • ১১ হাজার ৮৫১ কোটি টাকার ৯ প্রকল্প একনেকে অনুমোদন
  • সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস
  • প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন
  • সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৭৪৪
  • জুলাই ঘোষণাপত্র-বিচার-সংস্কার-নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে চায় এনসিপি
  • একনেক সভা শেষে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধান উপদেষ্টা
  • সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

মা দিবসে মায়ের মুখে হাসি ফোটাতে যা করবেন

জীবনযাপন ডেস্ক

প্রকাশিত:
১১ মে ২০২৫, ১৭:৫৫

পৃথিবীতে নিঃস্বার্থভাবে যে মানুষটি ভালোবেসে যান তিনি হলেন মা। মাকে ভালোবাসার জন্য আলাদা কোনো দিনের প্রয়োজন নেই। সন্তান যদি তার জীবনে মায়ের গুরুত্বটুকু উপলব্ধি করতে পারে, তাহলে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য নির্দিষ্ট দিনের প্রয়োজন পড়ে না। প্রতিদিন লাখবার মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও তা কম হয়ে যায়। তবে বিশেষ এই মানুষটির প্রতি একদিন যদি সুন্দরভাবে ভালোবাসা প্রকাশ করা যায় তাহলে তা মন্দ হয় না। আপনার কিছু কাজ হাসি ফোটাতে পারে আপনার মায়ের মুখে। যা পূর্ণতা দেবে মা দিবসকে। তাই আসুন জেনে নিই মা দিবসে যেভাবে মাকে ভালবাসা দেবেন—

মায়ের শখ পূরণ

নিজের শখকে বিসর্জন দিয়ে সন্তানের শখ পূরণ করাই যেন মায়ের জীবনের লক্ষ্য। আপনি এখন বড় হয়েছেন। তাই এখনই সময় মায়ের শখগুলোকে পূরণ করার। নারী মাত্রই বেশির ভাগ সময় অলংকারপ্রেমী। মা দিবসে মাকে দিতে পারেন পছন্দের কোনো গয়না। এই-ই সুযোগ, মাকে চমকে দেওয়ার। এ ক্ষেত্রে অনলাইনের সহায়তা নিলেও নিতে পারেন। কৌশলে মায়ের সঙ্গে গয়না নিয়ে আলাপচারিতা করে তার কেমন ডিজাইন ও রং পছন্দ, সেটি জেনে নিতে পারেন।

উপহারের ঝুড়ি

একটি উপহারের বাস্কেট বা ঝুড়ি তৈরি করুন। মায়ের পছন্দের কিছু জিনিস দিয়ে ঝুড়িটি সাজিয়ে তুলুন। এ সব জিনিসের মধ্যে হতে পারে মায়ের পছন্দের কোনো লিপস্টিক বা মেকআপ আইটেম বা কোনো গানের সিডি বা বই। যে সব জিনিস মা অনেক দিন ধরে কিনতে চাইছেন, কিন্তু কেনা হয়ে উঠছে না, এ রকম জিনিস কিনে ঝুড়িটি সাজান। এরপর মাকে উপহার দিন। দেখবেন, তিনি কতটা খুশি হন।

মাকে নিয়ে বাইরে খেতে যাওয়া

সংসার সামলে, সবার আবদার পূরণ করে, নিজের দিকে খেয়ালই রাখা হয় না মা নামের মানুষটির। নিশ্বাস নেওয়ার সময়টুকুও তার যেন হয় না। এই দিনে মাকে রান্নাবান্না থেকে ছুটি দিয়ে তার পছন্দের খাবার অর্ডার করতে পারেন কিংবা বেরিয়ে পড়ুন মাকে নিয়ে বাইরে খেতে। খাওয়াদাওয়া শেষে আইসক্রিম খেতে ভুলবেন না যেন। দেখবেন, আপনার ছোটবেলায় যেভাবে মা কিনে দিলে আগ্রহ নিয়ে আইসক্রিম খেতেন, ঠিক সেই চিত্রই পুনরাবৃত্তি হচ্ছে।

সারপ্রাইজ পার্টি

আজকের বিশেষ দিনটিতে মায়ের জন্য একটি সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করে ফেলুন। মায়ের অধিকাংশ সময়ই কিন্তু কাটে আপনাদের ঘিরে। অনেক সময় কাজের চাপে হয়তো নিজের বন্ধু-বান্ধবদের সঙ্গেও যোগাযোগের সময়টুকু পান না তিনি। তাই একটি সারপ্রাইজ পার্টির আয়োজন করলে কিন্তু মন্দ হয় না। আর পার্টিতে নিমন্ত্রণ জানান মায়ের পছন্দের বন্ধু-বান্ধবকে। দেখবেন, মায়ের মুখে কেমন হাসি ফুটে ওঠে।

মাকে নিয়ে ঘুরতে যাওয়া

মাকে নিয়ে শেষ কবে কোথাও ঘুরতে বেরিয়েছেন, মনে পড়ে কি? বেরিয়ে পড়ুন মাকে নিয়ে এ দিন প্রকৃতির মাঝে হেঁটে বেড়াতে বা লং ড্রাইভে। অথবা মা–বাবার জন্য ট্যুরের ব্যবস্থা করলেও মন্দ হয় না। এটাই হয়তো হবে মায়ের জন্য সবচেয়ে ভালো গিফট।

ঘর সাজানোর প্রকল্প

অনেক মায়ের ইচ্ছা থাকে বাগান করার। হয়তো অনেক দিন ধরে তিনি এ কাজ করতে চাইছেন। তবে করা হচ্ছে না। তাই এ দিনে তার পছন্দের কাজটির প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড় করে তাকে চমকে দিন। এছাড়া ঘর সাজানোর ক্ষেত্রে তার যদি আরও কিছু করার ইচ্ছে থাকে, তাহলে সেসব বিষয়েও তাকে সাহায্য করতে পারেন।

মায়ের জীবন সহজ করতে কিনে দিন যন্ত্রপাতি

মায়ের দৈনন্দিন কাজ সহজ হয়—এমন কিছুও থাকতে পারে আপনার উপহারের তালিকায়। বর্তমানে এমন অনেক ইলেকট্রনিক সামগ্রী পাওয়া যায়, যার দামও সাধ্যের মধ্যে। রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার কিংবা এই গরমে জুস মেকারও তার কাজ কমিয়ে স্বস্তি এনে দিতে পারে।

ঘরের কাজ

মায়েরা সাধারণত খুব গোছানো হন। ঘরের সব কাজের পরিকল্পনা তাদের আগে থেকেই মোটামুটি তৈরি করা থাকে। সেটি একটু খেয়াল করুন। বাবাকে সঙ্গে নিয়ে আজকের দিনে কাজগুলো আপনারাই সেরে ফেলুন। দেখবেন, মা কীভাবে চমকে যান।

মাকে নিয়ে যান স্মৃতির দুনিয়ায়

ছোটবেলা থেকে এ পর্যন্ত মায়ের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর ছবি ফ্রেম করে উপহার দেওয়া যায় মাকে। স্মৃতিরোমন্থন তো হবেই, পাশাপাশি মায়ের চোখ ভিজে যেতে পারে আপনাদের স্মৃতিময় অসাধারণ মুহূর্তগুলো মনে করে।

ভিডিওকল

কোনো কারণে মায়ের কাছ থেকে খুব দূরে থাকলে আর তার কাছে যাওয়া সম্ভব না হলে অন্তত একটি ভিডিওকল করুন। আপনার মা কিন্তু আপনাকে প্রতিদিন দেখতে চান। একটি ভিডিওকলের মাধ্যমে মায়ের সেই ইচ্ছা পূরণ করুন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর