রবিবার, ২৫শে মে ২০২৫, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
  • বৈঠকের পর উপদেষ্টা পরিষদের বিবৃতি
  • প্রতিবন্ধকতা কাটিয়েই অর্পিত দায়িত্ব পালন করতে হবে
  • ১১ হাজার ৮৫১ কোটি টাকার ৯ প্রকল্প একনেকে অনুমোদন
  • সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস
  • প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন
  • সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৭৪৪
  • জুলাই ঘোষণাপত্র-বিচার-সংস্কার-নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে চায় এনসিপি
  • একনেক সভা শেষে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধান উপদেষ্টা
  • সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

হামজার দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে শেফিল্ড

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৩ মে ২০২৫, ১২:৪২

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর অসাধারণ রক্ষণাত্মক পারফরম্যান্সে ভর করে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেড চ্যাম্পিয়নশিপ প্লে-অফের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।

সোমবার (১২ মে) রাতে ঘরের মাঠ ব্রামাল লেনে দ্বিতীয় লেগে ব্রিস্টল সিটিকে ৩-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৬-০ ব্যবধানে জয় পায় ইয়র্কশায়ারের এই ক্লাবটি।

সেমিফাইনালের দ্বিতীয় লেগে ওয়েলসের ফরোয়ার্ড কিফার মুরের হেডে করা গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় শেফিল্ড। দ্বিতীয়ার্ধে গুসতাভো হ্যামার ও ক্যালাম ও’হেয়ার আরও দুটি গোল করে নিশ্চিত করেন ফাইনাল।

তবে ম্যাচের সবচেয়ে উজ্জ্বল পারফরমার ছিলেন রাইটব্যাক হিসেবে খেলা হামজা চৌধুরী। পুরো মৌসুমজুড়েই রক্ষণভাগে নির্ভরতার প্রতীক হয়ে থাকা এই মিডফিল্ডার থেকে ডিফেন্ডারে রূপ নেওয়া খেলোয়াড় এদিনও নজরকাড়া খেলেছেন। তিনি ম্যাচে ৪টি সফল ট্যাকল, একটি ক্লিয়ারেন্স এবং দুইবার বল রিকোভারি করেছেন। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে গ্রাউন্ড ডুয়েলে ৮৩ শতাংশ সাফল্যের পাশাপাশি এরিয়াল ডুয়েলেও ছিলেন দৃঢ়।

রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রতিপক্ষের ফাইনাল থার্ডে ৪টি সফল পাস খেলেন এবং তার সামগ্রিক পাসিং অ্যাকুরেসি ছিল ৯৩ শতাংশ।

ম্যাচ শেষে শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার বলেন, “এমন এক রাত উপভোগ করতেই হয়। এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন এক মৌসুম ছিল। ঘরের মাঠে এই জয় ছেলেদের মনোবল বাড়াবে। এটা তাদের প্রাপ্য। ”

আগামী ২৪ মে ওয়েম্বলিতে অনুষ্ঠিতব্য ফাইনালে শেফিল্ড ইউনাইটেড মুখোমুখি হবে সান্ডারল্যান্ড বা কভেন্ট্রির। প্রথম লেগ শেষে সান্ডারল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। মঙ্গলবার রাতে তাদের মধ্যকার দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, শেফিল্ড ইউনাইটেড এর আগে ৯ বার চ্যাম্পিয়নশিপ প্লে-অফে অংশ নিয়েও কখনোই প্রিমিয়ার লিগে উঠতে পারেনি। এবার হামজা চৌধুরীদের হাত ধরে সেই দীর্ঘদিনের অভিশাপ ভাঙার স্বপ্নে বুক বাঁধছে ক্লাবটির সমর্থকরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর