রবিবার, ২৫শে মে ২০২৫, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
  • বৈঠকের পর উপদেষ্টা পরিষদের বিবৃতি
  • প্রতিবন্ধকতা কাটিয়েই অর্পিত দায়িত্ব পালন করতে হবে
  • ১১ হাজার ৮৫১ কোটি টাকার ৯ প্রকল্প একনেকে অনুমোদন
  • সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস
  • প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন
  • সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৭৪৪
  • জুলাই ঘোষণাপত্র-বিচার-সংস্কার-নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে চায় এনসিপি
  • একনেক সভা শেষে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধান উপদেষ্টা
  • সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে গলা কেটে হত্যা

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
১৪ মে ২০২৫, ১৪:২২

লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘরে ঢুকে তাজিয়া বেগম (৬৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ সময় তার গলায় ও নাকে থাকা স্বর্ণ লুট করা হয়। মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়ি থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এর আগে রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে কারা, কী কারণে ঘটনাটি ঘটিয়েছে তা কেউ নিশ্চিতভাবে জানাতে পারেনি। নিহত তাজিয়া বেগম ক্বারী সাহেবের বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, মান্নান এশার নামাজের আজান দিলে মসজিদে যান। ঘরে তার স্ত্রী তাজিয়া একাই ছিলেন। সেই সুযোগে কে বা কারা ঘরে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে। নামাজ শেষে মসজিদ থেকে মান্নান এসে দেখেন রান্নাঘরে স্ত্রীর নিথর দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা নিহতের স্বজনসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

তাজিয়া বেগমের ভাগিনা এনামুল চৌধুরী পাভেল বলেন, কে বা কারা আমার ফুফুকে জবাই করে হত্যা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে এমনটি হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে তার গলার ও নাকের স্বর্ণ লুটে নিয়ে গেছে।

রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, ঘটনার সময় ওই নারী ঘরে রান্না করছিলেন। এ সময় ধারালো বটি দিয়ে তাকে গলা কেটে হত্যা করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। কে বা কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর