শনিবার, ২৪শে মে ২০২৫, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
  • বৈঠকের পর উপদেষ্টা পরিষদের বিবৃতি
  • প্রতিবন্ধকতা কাটিয়েই অর্পিত দায়িত্ব পালন করতে হবে
  • ১১ হাজার ৮৫১ কোটি টাকার ৯ প্রকল্প একনেকে অনুমোদন
  • সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস
  • প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন
  • সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৭৪৪
  • জুলাই ঘোষণাপত্র-বিচার-সংস্কার-নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে চায় এনসিপি
  • একনেক সভা শেষে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধান উপদেষ্টা
  • সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আতিকুর রহমান রুমন: নীরব নেতৃত্বের প্রতীক

খালিদ হোসেন

প্রকাশিত:
১৫ মে ২০২৫, ১৩:২২

রাজনীতির মাঠে প্রভাবশালী হতে হলে সবসময় গর্জন করতে হয় নাÍকখনো কখনো নিঃশব্দে, সংগঠনের ভিতরে থেকে, দায়িত্ব ও নিষ্ঠার দীপ্ত আলোয় আলোকিত করা যায় গোটা একটি আন্দোলন। ঠিক এমনই এক নিরব অথচ শক্তিশালী নেতৃত্বের প্রতীক হচ্ছেন আতিকুর রহমান রুমন।

তিনি বিএনপির মিডিয়া সেলের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং "আমরা বিএনপি পরিবার"-এর আহ্বায়ক। কিন্তু তাঁর পরিচয় কেবল এই দুইটি পদবির মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি এমন একজন সংগঠক, যিনি একদিকে কর্মীদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত, আবার অন্যদিকে নীতিনিষ্ঠভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও নির্দেশনার প্রতি গভীর আস্থাশীল।


আতিকুর রহমান রুমন ভাইয়ের রাজনীতির ভাষা গর্জনের নয়, আলো ছড়ানোর।
তিনি প্রচারের বাহিরে থেকেও সংগঠনের ভেতরে অনেক বড়ো জায়গা দখল করে আছেন।

নেতৃত্বের জাদু তাঁর কণ্ঠে নয়Íকর্মে, নীরবে।
তিনি রঙিন ব্যানার, ভারী বক্তব্য কিংবা সোশ্যাল মিডিয়ার ঝড় নন।
তিনি হচ্ছেন মাটির কাছাকাছি থাকা, কর্মীর মনের খুব ভেতরে বসে থাকা
একজন নির্ভরতার নাম।


আজকের দিনে যখন অনেকেই রাজনীতি করেন স্বার্থ, পদের পেছনে ছুটে,
তখন রুমন ভাই হয়ে উঠেছেন এক ব্যতিক্রমী উদাহরণ।
যিনি সংগঠনের প্রতি একান্ত দায়বদ্ধ থেকে,
কোনো অহংকার ছাড়াই,
নিজেকে উজাড় করে দিচ্ছেন দলের ভিত গড়ে তুলতে।

 

তারেক রহমানের ঘনিষ্ঠ এই নেতা রাজপথে নেই ঠিক,
কিন্তু হাজারো কর্মীর হৃদয়ে তিনি আছেন আগুন হয়ে।
কর্মীরা জানে। যখন হতাশা ঘিরে ধরে,
তখন রুমন ভাইয়ের একটি নিঃশব্দ সহানুভূতি,

একটি সময়মতো সিদ্ধান্ত,
একটি বাস্তবভিত্তিক সমাধান।
মনে এনে দেয় নতুন পথ, নতুন সাহস।
তার জন্মদিন তাই আমাদের জন্য শুধুই একটি সাল-তারিখ নয়,
এটি আমাদের মনে করিয়ে দেয়।
রাজনীতি আজও বেঁচে আছে কিছু মানুষের হাতে,যারা পদ নয়, প্রয়াস দিয়ে নেতৃত্ব গড়েন।

জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসা, রুমন ভাই।
আপনার মতো নেতৃত্বই বিএনপির ভবিষ্যতের আশার আলো।
আপনি থাকলে, আমরা জানি। সংগ্রাম থামবে না, পতাকা নামবে না।

লেখক: গণমাধ্যমকর্মী


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর