রবিবার, ২৫শে মে ২০২৫, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
  • বৈঠকের পর উপদেষ্টা পরিষদের বিবৃতি
  • প্রতিবন্ধকতা কাটিয়েই অর্পিত দায়িত্ব পালন করতে হবে
  • ১১ হাজার ৮৫১ কোটি টাকার ৯ প্রকল্প একনেকে অনুমোদন
  • সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস
  • প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন
  • সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৭৪৪
  • জুলাই ঘোষণাপত্র-বিচার-সংস্কার-নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে চায় এনসিপি
  • একনেক সভা শেষে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধান উপদেষ্টা
  • সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ফেসবুকে ‘স্যাড’ রিঅ্যাক্ট দেয়ায় ৫ কর্মকর্তাকে শোকজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ মে ২০২৫, ১৪:৫৬

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে ‘স্যাড’ রিঅ্যাক্ট দেওয়ার কারণে মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রশাসনিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক।

জানা গেছে, গত ১৪ এপ্রিল অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন। পোস্টটিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেনের নিয়োগ ও অতীত কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন তিনি।

সেই পোস্টে 'স্যাড' রিঅ্যাক্টসহ মন্তব্য করেন মৎস্য অধিদপ্তরের অন্তত পাঁচজন কর্মকর্তা। বিষয়টি নজরে এলে গত ৪ মে অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেন।

শোকজ পাওয়া কর্মকর্তারা হলেন- অধিদপ্তরের সহকারী পরিচালক এএসএম সানোয়ার রাসেল, সহকারী প্রধান আবু মোহাম্মদ আসাদুজ্জামান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. ফরিদ হোসেন, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. সালমুন হাসান বিপ্লব এবং আখাউড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান।

জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, তোফাজ্জেল হোসেন (অতিরিক্ত সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়)। যিনি দুই দফায় (একান্ত সচিব স্বাস্থ্যমন্ত্রী- ২০১০ থেকে ২০১৩ সাল ও একান্ত সচিব পানি সম্পদ মন্ত্রী- ২০১৪ থেকে ২০১৬ সাল) দুজন আওয়ামী মন্ত্রীর পিএস ছিলেন (৬ বছর)। তাকেই সচিব পদে পদোন্নতি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব বানানোর জন্য ডিও লেটার দিয়েছেন উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি আরও অনুরোধ করেছেন, সিদ্ধান্ত গ্রহণে সময় লাগলে অন্য কাউকে পদায়ন না করে এই তোফাজ্জলকেই এ পদে রাখার জন্যে।

এদিকে এই বিষয়ে এখনো শোকজ পাওয়া কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর