প্রকাশিত:
১৭ মে ২০২৫, ১৭:২৯
বাংলাদেশের ১০ সিনিয়র নারী ফুটবলার ভুটানের জাতীয় নারী ফুটবল লিগ খেলতে দেশটিতে অবস্থান করছেন। কোচ পিটার বাটলার এই ১০ জন ফুটবলারকে ক্যাম্পে ডাকবেন কি না, তা নিয়ে আগে থেকেই ছিল জল্পনা-কল্পনা। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভুটানের লিগ থেকে ৫ নারী ফুটবলারকে ডেকেছেন বাটলার।
শনিবার (১৭মে) সকালে ভুটান থেকে ঋতুপর্ণা চাকমা, রুপ্না চাকমা, শামসুন্নাহার, মনিকা চাকমা ও মারিয়া মান্দা ঢাকায় বাফুফে ক্যাম্পে যোগ দিয়েছেন। কিন্তু জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় সাবিনা খাতুন, মাসুরা পারভীন, সানজিদা আক্তার ও কৃষ্ণা রাণী সরকার ডাক না পাওয়াতে দেখা দিয়েছে বিতর্ক।
আগামী জুনে মিয়ানমারে নারী এশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রস্তুতির জন্য ২৭ মে জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে রওনা হবে বাংলাদেশ দল। বাফুফের চিঠি পেয়ে ট্রান্সপোর্ট ইউনাইটেড গোলরক্ষক রুপ্না চাকমা, পারো এফসি ঋতুপর্ণা ও মনিকা চাকমা এবং থিম্পু এফসি মারিয়া ও শামসুন্নাহারকে ছেড়ে দিয়েছে।
ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহে মূল নেতৃত্বে ছিলেন দুইবারের সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন ও মাসুরা পারভীন। আর সুমাইয়া বাফুফে সভাপতি বরাবর চিঠি লিখেছিলেন। এদের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে সানজিদা ও কৃষ্ণার। বাফুফে কিংবা কোচ বাটলার ভুটানের লিগে খেলা পাঁচ ফুটবলারকে ডাকা এবং বাকিদের না ডাকার কোনো ব্যাখ্যা দেননি এখনও।
কিন্তু ফুটবল সংশ্লিষ্টদের ধারণা, কোচের বিরুদ্ধে বিদ্রোহের আন্দোলন তাদের ডাক না পাওয়ার অন্যতম কারণ। কৃষ্ণা, সানজিদা, সুমাইয়া পারফরম্যান্স বিবেচনায় পিছিয়ে থাকলেও, সাবিনা এবং মাসুরা অন্তত দলে ডাক পাওয়ার মতোই বলে মত অনেকের।
ভুটানের জাতীয় নারী লিগে ‘পারো এফসি’র হয়ে খেলছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুসিমা সুমাইয়া। ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস দলের হয়ে খেলছেন কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন ও রূপনা চাকমা। এছাড়া থিম্পু সিটি এফসির হয়ে খেলছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামছুন্নাহার।
অক্টোবরে সাফ টুর্নামেন্টের পর থেকে সিনিয়র খেলোয়াড়রা মাঠের বাইরে ছিলেন। তবে ভুটানে খেলতে যাওয়া ১০ জনের প্রত্যেকেই সম্প্রতি একটি করে ম্যাচ খেলেছেন। যেখানে কৃষ্ণা ও সাবিনা ম্যাচসেরার স্বীকৃতিও পেয়েছেন। বাফুফে অবশ্য সেই ম্যাচের আগেই তিন ক্লাবের কাছে পাঁচ খেলোয়াড় চেয়ে চিঠি পাঠিয়েছিল।
ভুটানের জাতীয় নারী ফুটবল লিগে অনন্য এক কীর্তি গড়েন সাবিনা-ঋতুপর্ণারা। তাদের দল পারো এফসি ২৮-০ গোলের বিশাল জয় তুলে নেয়। অভিষেক ম্যাচে ৯ গোল করে ম্যাচ সেরা হন সাবিনা খাতুন। মনিকা চাকমা করেন ৭ গোল, মাতসুসিমা সুমাইয়া করেন ৫ গোল। এছাড়া ঋতুপর্ণা চাকমা করেন ৪ গোল।
বাফুফের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, ত্রিদেশীয় সিরিজ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, শামছুন্নাহার, মনিকা চাকমা ও রূপনা চাকমাকে ক্যাম্পে ডেকেছেন কোচ পিটার বাটলার।
মন্তব্য করুন: