রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • প্রয়োজনে ভেঙে ফেলা হবে হাওরের সড়ক
  • পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, মামলার প্রস্তুতি
  • ৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়
  • বিচারের আগে আ.লীগের মাঠে থাকার সুযোগ নেই
  • নতুন সিইসি ও ইসিদের শপথ কখন জানা গেল
  • ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানে
  • এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
  • নাসির উদ্দীনকে সিইসি করে নির্বাচন কমিশন গঠন
  • আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না
  • শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

বেশি দামে আলু বিক্রি করায় কোল্ড স্টোরেজকে জরিমানা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৬

বগুড়ার সদর উপজেলায় অতিরিক্ত মুনাফায় আলু বিক্রি করার দায়ে নর্দান কোল্ড স্টোরেজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে অভিযানটি পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।

জানা যায়, বগুড়া সদর উপজেলায় অবস্থিত নর্দান কোল্ড স্টোরেজে অতিরিক্ত মুনাফায় আলু বিক্রি করা হয়। কোল্ড স্টোরেজে ৬০ কেজি আলুর ১ বস্তার ক্রয়মূল্য ছিল ৯৫০ টাকা, বস্তা প্রতি হিমাগার ভাড়া ৩২০ টাকা, লোডিং আনলোডিং চার্জ ২০ টাকা, পরিবহণ খরচ ৩০ টাকা, অন্যান্য খরচ ৩০ টাকাসহ প্রতি বস্তা আলুর মোট খরচ ১৩৫০ টাকা।

যা ২৫ শতাংশ লাভসহ বিক্রয় মূল্য হওয়ার কথা ১৬৮৭ টাকা (কেজি ২৮.১১ টাকা)। কিন্তু তারা বস্তা প্রতি বিক্রি করছে ২২৫০ টাকা (কেজি ৩৭.৫ টাকা)।
এদিকে, কৃষি বিপণন বিধিমালা অনুযায়ী পাইকারি পর্যায়ে যৌক্তিক সর্বোচ্চ ২৫ শতাংশ মুনাফায় আলু বিক্রি করতে পারেন। কিন্তু প্রতিষ্ঠানটি ৬৬.৬৭ শতাংশ লাভে আলু বিক্রি করছে। এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে অতিরিক্ত মুনাফা আদায়ের দায়ে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ভবিষ্যতে অতিরিক্ত মূল্যে আলু বিক্রি না করার ব্যাপারে সতর্ক করা হয়।

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া জানান, অতিরিক্ত মুনাফায় আলু বিক্রি করার দায়ে ওই প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করা হয়। আলুর বাজার স্থিতিশীলতা আনতে অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম, কৃষি বিপণন অধিদপ্তর বগুড়ার বাজার পরিদর্শক মো. আবু তাহের এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর