শনিবার, ২৪শে মে ২০২৫, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
  • বৈঠকের পর উপদেষ্টা পরিষদের বিবৃতি
  • প্রতিবন্ধকতা কাটিয়েই অর্পিত দায়িত্ব পালন করতে হবে
  • ১১ হাজার ৮৫১ কোটি টাকার ৯ প্রকল্প একনেকে অনুমোদন
  • সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস
  • প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন
  • সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৭৪৪
  • জুলাই ঘোষণাপত্র-বিচার-সংস্কার-নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে চায় এনসিপি
  • একনেক সভা শেষে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধান উপদেষ্টা
  • সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

র‌্যাংকিংয়ে তানজিদের লম্বা লাফ, উন্নতি হয়েছে জাকের আলিরও

খেলা ডেস্ক

প্রকাশিত:
২১ মে ২০২৫, ১৫:২৪

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী ছিলেন তানজিদ হাসান তামিম। তার দুর্দান্ত ইনিংসে দুইশ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ।

যদিও জিততে পারেনি তারা। তবে দারুণ ব্যাটিংয়ের পুরস্কার পেলেন তানজিদ। র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি। এছাড়া উন্নতি হয়েছেন লিটন দাস, তাওহীদ হৃদয় ও জাকের আলিরও।

আজ র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। যেখানে টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাংকিংয়ে ২৯ ধাপ এগিয়েছেন তানজিদ। আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৩ বলে ৫৯ রানের ইনিংসের বদৌলতে ৩৬৭ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন সেরা একশতে।

এই ম্যাচে ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলে এক ধাপ উন্নতি করেছেন লিটন। ৫১৫ রেটিং পয়েন্ট নিয়ে ৪৯ নম্বরে আছেন তিনি। এক ধাপ এগিয়েছেন তাওহীদ হৃদয়ও। ৫৮১ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপের সঙ্গে যৌথভাবে ২৯ নম্বরে রয়েছেন তিনি। এছাড়া জাকের আলির উন্নতি হয়েছে ৬ ধাপ। ক্যারিয়ার সেরা ৪০৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৮২ নম্বরে।

এদিকে বোলিংয়ে উন্নতি হয়েছে মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও শরিফুল ইসলামের। এক ধাপ উন্নতি করা মোস্তাফিজ ৫৯৯ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ২৫তম স্থানে। সমান উন্নতি হয়েছে তানজিম হাসান সাকিবেরও। তিনি আছেন ৪০ নম্বরে। শরিফুল ইসলামও এগিয়েছেন এক ধাপ। তবে যথাক্রমে ছয় ও পাঁচ ধাপ পিছিয়েছেন এই সিরিজে না খেলা মাহেদি হাসান ও তাসকিন আহমেদ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর