প্রকাশিত:
২১ মে ২০২৫, ১৭:৩৮
ব্যাপক বিদ্যুৎবিভ্রাটের রেশ কাটতে না কাটতেই নতুন করে ফোন নেটওয়ার্কে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে স্পেন। দেশজুড়ে সব প্রধান মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হয়েছে। বিপাকে পড়েছে কোটি কোটি নাগরিক।
ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্ট ও ডেইলি মেইলের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
স্পেনে জাতীয় বিদ্যুৎ বিভ্রাটের মাত্র চার সপ্তাহ পর মঙ্গলবার (২০ মে) মোবাইল নেটওয়ার্ক বিভ্রাটের ঘটনা ঘটল। প্রতিবেদন মতে, মোভিস্টার, ওরেঞ্জ, ভোডাফোন, ডিজিমোবিল ও জিরো২সহ দেশটির সবগুলো মোবাইল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সমস্যা পর্যবেক্ষণকারী সংস্থা ডাউনডিটেক্টর জানিয়েছে, ভোর ৫টার দিকে নেটওয়ার্ক সংযোগে সমস্যা শুরু হয়। জরুরি পদক্ষেপ হিসেবে ফ্রান্সের সীমান্তের কাছে আরাগনে জরুরি ফোন লাইন চালু করা হয়। তবে অন্যান্য স্থানে এখনও সমস্যা রয়েছে।
স্থানীয় গণমাধ্যম উল্লেখ করেছে, স্পেনের বহুজাতিক টেলিকমিউনিকেশন কোম্পানি টেলিফোনিকার সাথে চুক্তিবদ্ধ মোবাইল নেটওয়ার্কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে।
কোম্পানি সূত্রের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম এল কোরিও জানিয়েছে, ‘নেটওয়ার্ক আপগ্রেডের কাজ’ করার ফলে সারাদেশে ‘নির্দিষ্ট কিছু পরিষেবা’ প্রভাবিত হয়।
মোবাইল নেটওয়ার্ক বিভ্রাটের ফলে ইন্টারনেট ও টেলিফোন নেটওয়ার্ক উভয় পরিষেবাই প্রভাবিত হচ্ছে বলে জানা গেছে। তবে স্পেনের বার্সেলোনা শহরের মোবাইল ব্যবহারকারীরা জানিয়েছেন, তারা ভোডাফোন কোম্পানির পরিষেবাগুলো ব্যবহার করতে পারছেন। ভোডাফোন স্পেনের ১ কোটি ৩৫ লাখেরও বেশি মোবাইল গ্রাহককে পরিষেবা প্রদান করে।
এই ঘটনার মাত্র কয়েক সপ্তাহ আগেই স্পেন ও পর্তুগালে নজিরবিহীন এক বিদ্যুৎ বিপর্যয়ে লাখ লাখ মানুষ অন্ধকারে পড়ে যান। প্রায় ২৩ ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হয় মানুষকে। বন্ধ হয়ে যায় ট্রাফিক সিগন্যাল, রাস্তার বাতি, লেনদেন ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থা।
এ ছাড়া মেট্রো চলাচল থেকে শুরু করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটও ব্যাপকভাবে বিঘ্নিত হয়। সেই ঘটনার সপ্তাহ চারের মাথায় এবার আরেক সমস্যায় পড়ল স্পেন।
মন্তব্য করুন: