রবিবার, ২৫শে মে ২০২৫, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
  • বৈঠকের পর উপদেষ্টা পরিষদের বিবৃতি
  • প্রতিবন্ধকতা কাটিয়েই অর্পিত দায়িত্ব পালন করতে হবে
  • ১১ হাজার ৮৫১ কোটি টাকার ৯ প্রকল্প একনেকে অনুমোদন
  • সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস
  • প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন
  • সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৭৪৪
  • জুলাই ঘোষণাপত্র-বিচার-সংস্কার-নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে চায় এনসিপি
  • একনেক সভা শেষে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধান উপদেষ্টা
  • সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

এ্যানি

নির্বাচন বানচাল করতে গভীর ষড়যন্ত্র চলছে

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২৪ মে ২০২৫, ১৬:৩৭

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “যারা বিদেশে পালিয়ে গেছে, তারা বসে নেই। দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে, সেই অর্থ দিয়ে দেশ-বিদেশে বসে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যাতে আগামী জাতীয় নির্বাচন বানচাল করা যায়।”

তিনি বলেন, “বর্তমান সরকারকে আরও সতর্ক হতে হবে। শেখ হাসিনার বিচারের প্রক্রিয়া যদি দ্রুত, দৃশ্যমান এবং কার্যকর না হয়, তাহলে দেশের মানুষ কষ্ট পাবে, সংকটে পড়বে। একদিকে নির্বাচন করতে হবে, অন্যদিকে নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। সেইসাথে দ্রুত প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু করতে হবে।”

শনিবার (২৪ মে) দুপুরে লক্ষ্মীপুরের দত্তপাড়া, চন্দ্রগঞ্জ, উত্তর জয়পুর, কুশাখালী ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সম্মেলনে নির্বাচনী কেন্দ্র পরিদর্শণ কালে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, “এখনো সংস্কার কার্যক্রম দৃশ্যমান নয়। আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করবে। সবাই মিলে যদি দেশকে ঐক্যের পথে না নিতে পারি, সুদৃঢ় ঐক্য গঠন করতে না পারি, তাহলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে। ফ্যাসিস্ট শক্তি এখনও দেশে সক্রিয় রয়েছে, পাশ্ববর্তী দেশও হস্তক্ষেপ করতে চায় এবং অতীতেও চেয়েছে।”

এ্যানি বলেন, “আমরা মনে করি, বাংলাদেশের মানুষকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যের ভিতরে বিভাজনের কোনো সুযোগ থাকা উচিত নয়।”

এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য এডভোকেট হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেলাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর