রবিবার, ২৫শে মে ২০২৫, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
  • বৈঠকের পর উপদেষ্টা পরিষদের বিবৃতি
  • প্রতিবন্ধকতা কাটিয়েই অর্পিত দায়িত্ব পালন করতে হবে
  • ১১ হাজার ৮৫১ কোটি টাকার ৯ প্রকল্প একনেকে অনুমোদন
  • সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস
  • প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন
  • সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৭৪৪
  • জুলাই ঘোষণাপত্র-বিচার-সংস্কার-নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে চায় এনসিপি
  • একনেক সভা শেষে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধান উপদেষ্টা
  • সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৫ শিক্ষার্থী

রবিউল আলম, ইবি প্রতিনিধি

প্রকাশিত:
২৪ মে ২০২৫, ১৭:৪৮

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের ডিন'স অ্যাওয়ার্ড, সনদ ও নির্ধারিত সম্মানী প্রদান করা হয়েছে। ৮টি অনুষদের ৩৫ জন কৃতি শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৪ মে) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বেলা ১২ টায় অনুষ্ঠিত ডিন'স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অ্যাওয়ার্ড প্রদান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডিন'স কমিটির সভাপতি অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মঞ্জুরুল হকের সঞ্চালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ৮টি অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক, ডিন'স অ্যাওয়ার্ডপ্রাপ্ত এবং সাধারণ শিক্ষার্থীরা।

ডিন'স অ্যাওয়ার্ডপ্রাপ্ত ধর্মতত্ব অনুষদের শিক্ষার্থী আজম আহমেদ বলেন,‘বিশ্ববিদ্যালয় জীবনে পাওয়া সব থেকে বড় উপহার হলো আজকের ডিন'স অ্যাওয়ার্ড। আমার প্রাপ্তির পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার পিতা-মাতার, শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীর।’

ইবি উপাচার্য অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় তোমাকে আজ অসাধারণ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এই পুরস্কারের মর্যাদা তোমাকে চাকরি জীবনে প্রদর্শন করতে হবে। তুমি যোগ্যতা দিয়ে প্রথম হয়েছো এটা কোনো সাধারণ বিষয় নয়। কর্মজীবনে তুমি এটার প্রতিনিধিত্ব করবে। আজকে যারা জুনিয়র উপস্থিত আছো তারা ডিন'স অ্যাওয়ার্ড প্রাপ্তদের থেকে তাদের সাফল্যগাঁথা গল্প শুনে অনুপ্রেরণা নিতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩.৮৫ এর নিচে কোনো ডিন'স অ্যাওয়ার্ড দেয়া হয় না। অথচ আমাদের ৩.৮৫ থেকে কম সিজিপিএ তে অ্যাওয়ার্ড দেয়া হলো। আমাদের সিজিপিএ বেশি দিতে সমস্যা কোথায়? যারা মেধাবী, পরিশ্রমী এবং গুনগত মানসম্মত, যারা আশাবাদী তাদেরকে সিজিপিএ বেশি করে দেয়া উচিত। তাহলে তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এজন্য সিজিপিএ দেয়ার ক্ষেত্রে শিক্ষকদের হাতকে একটু প্রশস্ত করতে হবে।’

এসময় তিনি শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনারা পড়াবেন বেশি, নম্বর মার্কিংয়ে থাকবেন নমনীয়, ব্যবহার হবে সদয় তাদের সহযোগিতা করবেন যেন শিক্ষার্থীরা অর্জন করতে পারে তাদের কাঙ্ক্ষিত ফলাফল।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর