সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • রোহিঙ্গা সংকট সমাধানে আরও কার্যকর উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার
  • প্রধান উপদেষ্টার আরো এক বিশেষ সহকারী নিয়োগ, মর্যাদা প্রতিমন্ত্রী
  • ঈদে যথাযথ দায়িত্ব পালন করায় কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার ধন্যবাদ
  • শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে
  • পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইউনান প্রদেশের গভর্নরের বৈঠক
  • স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন পেশ সন্ধ্যায়
  • শিশু ফাইয়াজের মামলা প্রসঙ্গে যা বললেন আসিফ নজরুল
  • দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা
  • প্রধান উপদেষ্টার কাছে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা
  • ভিন্নমতের জায়গাগুলো নিয়ে আলোচনা হবে

কালিয়াকৈরে প্রধানমন্ত্রী'র উন্নয়ন প্রচারসভা অনুষ্ঠিত

মো: মাসুদুর রহমান - কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৩

গাজীপুরের কালিয়াকৈরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের পাবুরিয়াচালা এলাকায় এম এম উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।


দেশের ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরে সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক মুঠোফোনের মাধ্যমে বলেছেন, আগামী পাঁচ বছরে বাড়ি বাড়ি পাকা রাস্তা করে দেওয়া হবে। এছাড়াও বাড়ি বাড়ি সাপ্লাই পানির ব্যবস্থাসহ নানা উন্নয়ন করা হবে বলেও জানান মন্ত্রী।
ফুলবাড়িয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ। এসময় আরো বক্তব্য রাখেন- ফুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাড. শাহ- আলম সরকার, সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল হাকিম মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা তাঁতি লীগের সভাপতি ফিরোজ আল মামুন, ফুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানসহ আরো অনেক। এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, স্থানীয় ইউপি সদস্যরা ও সাধারণ মানুষ।


সভায় প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, যে কাজ এখনো বাকি আছে, সেগুলো খুব তাড়াতাড়ি শেষ করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর