প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩০
আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের তদারকি করতে রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল কাঁচা বাজারে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ অভিযান শুরু হয়।
এতে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা বেগম ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান। এর আগে এদিন সকালে ওই টিম রাজধানীর নিউমার্কেটের বনলতা কাঁচাবাজারেও অভিযান পরিচালনা করে।
এই টিম ছাড়াও অধিদপ্তরের আরও দুইটি টিম শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীতে অভিযান পরিচালনা করছে। এর একটি বাড্ডা-রামপুরা-মহাখালী এলাকায় ও আরেকটি ডেমরা-স্টাফ কোয়ার্টার-কোণাপাড়া এলাকায়।
এছাড়া আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও স্যালাইনের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীর বাইরে সারাদেশে অভিযান চালানো হচ্ছে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্তব্য করুন: