বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়

নেত্রকোণায় প্রজনন স্বাস্থ্য সচেতনতায় কাজ করবে সিরাক-বাংলাদেশ

মেহেদী হাসান আকন্দ,নেত্রকোণা

প্রকাশিত:
১০ অক্টোবর ২০২৩, ১৭:০৬

নিরাপদ প্রজনন স্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে সিরাক-বাংলাদেশ এর উদ্যোগে পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য অধিদপ্তর এবং বেসরকারি হাসপাতাল সমূহের সহযোগীতায় একটি প্রকল্প শুরু করেছে। সাফ এর অর্থায়নে ‘নিরাপদ প্রজনন স্বাস্থ্য সচেতনতা উন্নয়ন’ শীর্ষক এই প্রকল্পটি নেত্রকোণা ও ময়মনসিংহ জেলায় বাস্তবায়ন করবে।

মঙ্গলবার (১০অক্টোবর) সকাল ১০ টায় নেত্রকোণা স্বাবলম্বী উন্নয়ন সমিতির সভাকক্ষে প্রকল্প পরিচিতি সভার আয়োজন করা হয়।

সিরাক-বাংলাদেশ, উপ-পরিচালক (প্রোগ্রাম) মোঃ সেলিম মিয়া’র সঞ্চালনায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মাজহারুল হক চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয়, ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (যুগ্ম সচিব) মোঃ মাহবুব আলম।

এছাড়াও ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন সিরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ অভিজিৎ লোহ, নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবু সায়েদ মোহাম্মাদ মাহবুবুর রহমান। আরও হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) বাবুল চন্দ্র সরকার, প্রাক্তন সহকারী পরিচালক (সিসি) ডাঃ আব্দুল কাইয়ুম আনোয়ার, নেত্রকোণা মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ জীবন কৃষ্ণ রায়, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাঃ কৃপা নাথ পাল, ডাঃ নুসরাত জাহান নোভা, আবু আব্বাস কলেজের সহকারী অধ্যাপক নাজমুল কবীর, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাঃ পাপিয়া মজুমদার, নগর স্বাস্থ্য কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার মুকুল কিসকু, কাইলাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের রুবিনা ইয়াসমিন, চল্লিশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের তানজিয়া নাসরিন, এলাহী নেওয়াজ হাসপাতালের মেডিক্যাল এসিস্টেন্ট আবির হোসেন, সিটি হাসপাতালের পরিচালক রাজিব সাহা, যুব প্রতিনিধি সৌরভ মিয়া, আতিয়া চৌধুরী, অবন্তী সরকার প্রমুখ।

সিরাক-বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার সংগীতা সরকার নিরাপদ প্রজনন স্বাস্থ্য সচেতনতা উন্নয়ন প্রকল্প বিষয়ক গৃহিত কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।

সভায় নেত্রকোণা সদর উপজেলার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণে সেবা প্রদানকারীদের প্রশিক্ষণ, বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে সেবার মান উন্নয়ন, প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত সেবা ও তথ্য প্রাপ্তিতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচলনার বিষয়ে আলোচনা হয়।

প্রকল্পটি বাস্তবায়নে নেত্রকোণা জেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগ সিরাক-বাংলাদেশকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর