শুক্রবার, ২রা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান
  • সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য
  • হাসিনার বক্তব্যের ফরেনসিক প্রতিবেদন উপস্থাপন
  • ঢাকাসহ ৮ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি
  • শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়
  • শ্রমিকদের ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ
  • ‘শ্রমিক-মালিকদের যৌথ প্রচেষ্টাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে’
  • মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে
  • জিআই পণ্যের স্বীকৃতি পেলো বরিশালের আমড়া
  • বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

বেশির ভাগ ভোটকেন্দ্রে ব্যালট যাবে ভোটের দিন সকালে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশির ভাগ ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে। দুর্গম ও প্রত্যন্ত এলাকা এবং সদর থেকে দূরে যেসব ভোটকেন্দ্রে ভোটের দিন সকালে ব্যালট পেপার পৌঁছানো যাবে না, সেসব স্থানে ব্যালট পেপার পৌঁছানোর বিষয়ে স্থানীয় পুলিশের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন রিটার্নিং কর্মকর্তা।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন এ–সংক্রান্ত নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়েছে, নির্বাচনের দিন সকালে ভোট গ্রহণ শুরুর আগেই অধিকাংশ ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তবে পার্বত্য এলাকা, হাওর, বাঁওড়, চর বা দ্বীপাঞ্চল বা অনুরূপ দুর্গম অঞ্চলে অবস্থিত ভোটকেন্দ্র অথবা জেলা সদর বা উপজেলা সদর বা মহানগর থেকে বেশি দূরত্বের (যোগাযোগের ধরন ও ভোটকেন্দ্রে গমনের প্রয়োজনীয় সময় ইত্যাদি বিবেচনায়) প্রত্যন্ত এলাকার যেসব ভোটকেন্দ্রে ভোটের দিন সকালে ব্যালট পেপার পৌঁছানো সম্ভব হবে না, সেসব ভোটকেন্দ্রের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা সহকারী রিটার্নিং কর্মকর্তা স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে সময় নির্ধারণ করবেন।

ব্যালট পেপার ভোট গ্রহণের দিন সকালে নিরাপত্তার সঙ্গে ভোটকেন্দ্রে পৌঁছানোর জন্য যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তাকে পরিকল্পনা করে ৩১ ডিসেম্বরে মধ্যে নির্বাচন কমিশনের অনুমোদন নিতে হবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় থেকে জেলা পর্যায়ে, জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায় থেকে ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী পরিবহন ও বিতরণের সময় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিতে হবে। এ লক্ষ্যে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। প্রয়োজন অনুসারে নির্বাচন কমিশন সচিবালয় থেকে বিভাগ বা আঞ্চলিক বা জেলা পর্যায়ে নির্বাচনী সামগ্রী পরিবহনে বিশেষ নিরাপত্তার পরিকল্পনা নিতে হবে। বিভাগ বা আঞ্চলিক পর্যায় হতে জেলা পর্যায় এবং জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে নির্বাচনী সামগ্রী পরিবহন ও বিতরণে অনুরূপ নিরাপত্তার পরিকল্পনা নিতে হবে।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর