শনিবার, ৩রা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান
  • সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য
  • হাসিনার বক্তব্যের ফরেনসিক প্রতিবেদন উপস্থাপন
  • ঢাকাসহ ৮ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি
  • শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়
  • শ্রমিকদের ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ
  • ‘শ্রমিক-মালিকদের যৌথ প্রচেষ্টাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে’
  • মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে
  • জিআই পণ্যের স্বীকৃতি পেলো বরিশালের আমড়া
  • বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবক নিহত

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৩, ১৭:২৭

নরসিংদীর রায়পুরায় রেললাইনে হাঁটার সময় এগারো সিন্ধুর ট্রেনের ধাক্কায় জুয়েল ভূঁইয়া(৪৫)নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছে।
নিহত জুয়েল উপজেলার অলিপুরা ইউনিয়নের নবিয়াবাদ এলাকার মোকাদ্দেছ ভূঁইয়ার ছেলে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার মেথিকান্দা স্টেশনের পশ্চিম পাশের আউটারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ জানায়, সকাল ৯টার দিকে এগারোসিন্ধুর এক্সপ্রেস ট্রেন মেথিকান্দা স্টেশনের পশ্চিশ পাশে আউটারের রেললাইনে হাঁটার সময় ট্রেনে ধাক্কায় ঘটনাস্থলে জুয়েল ভূঁইয়া'র মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

জানা গেছে, নিহত জুয়েল এর আগে বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করতেন। পরে তিনি মানসিক রোগে ভোগ ছলেন। পরে তাকে ওই কোম্পানি চাকরি থেকে অব্যাহতি দেন। সকালে বাড়ি থেকে বের হয়ে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে ধাক্কায় তার মৃত্যু হয়।

মেথিকান্দা স্টেশন মাস্টার মোহাম্মদ রেজোয়ান বলেন, সকালে মেথিকান্দা স্টেশনের পশ্চিম পাশের আউটারে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারো সিন্ধু এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবক নিহত হন। পরে স্থানীয়দের মধ্যেমে জানতে পেরে পুলিশকে খবর দেই।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন কিনা এব্যাপারে নিশ্চিত নই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর