শুক্রবার, ২রা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান
  • সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য
  • হাসিনার বক্তব্যের ফরেনসিক প্রতিবেদন উপস্থাপন
  • ঢাকাসহ ৮ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি
  • শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়
  • শ্রমিকদের ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ
  • ‘শ্রমিক-মালিকদের যৌথ প্রচেষ্টাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে’
  • মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে
  • জিআই পণ্যের স্বীকৃতি পেলো বরিশালের আমড়া
  • বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

লক্ষ্মীপুরে ৪টি সংসদীয় আসনে প্রতীক পেলেন প্রার্থীরা 

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৩, ১৮:২০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে থেকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় হতে প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়। দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর- ১, ২, ৩ ও ৪  আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু প্রার্থী নিজে এসে ও অন্য প্রার্থীরা প্রতিনিধির মাধ্যমে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুরাইয়া জাহানের কাছ থেকে প্রতীক বরাদ্দ নিয়েছেন। 
 
এদিকে প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা  ভোটের প্রচার-প্রচারণা শুরু করেন। এই প্রচার-প্রচারণা চলবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত। 
জেলা রিটার্ণিং অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে জেলার ৪টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, তৃনমূল বিএনপি ও স্বতন্ত্রসহ বিভিন্ন দলের সর্বমোট ২৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
 
প্রার্থীরা হলেন- লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন আওয়ামী লীগের ড. আনোয়ার হোসেন খান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন (ঈগল), জাতীয় পার্টির মাহমুদুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিয়াজ মাখলুম ফারুকী (মোমবাতি), ন্যাশনাল পিপলস পার্টির মোশাররফ হোসেন (আম), স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরান (কেটলি) প্রতীক পেয়েছেন। স্থানীয়দের তথ্যমতে এ আসনটিতে আওয়ামী লীগের আনোয়ার হোসেন খানের সঙ্গে মূল প্রতিদ্বন্ধিতা হবে স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবনের।
 
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন (নৌকা), জাতীয় পার্টির বোরহান উদ্দিন আহমেদ (লাঙ্গল), জাসদের মো. আমীর হোসেন (মশাল), তৃণমূল বিএনপির আব্দুল্লাহ্ আল মাসুদ (পাট), বাংলাদেশ সুপ্রিম পার্টির জহির হোসেন (একতারা), বাংলাদেশ কংগ্রেস জোটের মো. মনসুর রহমান (ডাব), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. মোরশেদ আলম (চেয়ার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. শরিফুল ইসলাম (মোমবাতি), মুক্তিজোটের মো. ইমাম উদ্দিন সুমন (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী চৌধুরী রুবিনা ইয়াছমিন লুবনা (তরমুজ) ও মো: ফরহাদ মিয়া (হাত ঘড়ি)। এ আসনে স্বামীর (নুরউদ্দিন চৌধুরী নয়ন ও তার স্ত্রী রুবিনা ইয়াছমিন লুবনা) সঙ্গে স্ত্রীর প্রার্থীতা নিয়ে আলোচনা থাকলেও মূলত জাতীয় পার্টি বোরহান উদ্দিন মিঠুর সঙ্গে নয়নের প্রতিদ্ধন্ধিতা হবে বলে ধারণা করছেন সাধারণ মানুষ।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার (ট্রাক), জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন (লাঙ্গল), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মাহাবুবুল করিম টিপু (হাতুড়ি), তৃণমূল বিএনপির মো. নাইম হাসান (সোনালি আঁশ) ও বাংলাদেশ জাতীয় পার্টির আবদুর রহিম (কাঁঠাল)। এ আসনে পিংকুর সঙ্গে মূল লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী সাত্তারের । 
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন ১৪ দলীয় জোটের পক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর মোশাররফ হোসেন (নৌকা), এ আসনে তার প্রতিদ্বন্ধী হিসেবে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি মোহাম্মদ আবদুল্লা আল মামুন (ঈগল), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীম (ট্রাক), সাবেক এমপি মামুনের স্ত্রী মাহমুদা বেগম (তবলা), সুপ্রিম পার্টির মো. সোলাইমান (একতারা)। এখানে মোশাররফ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মামুন ও শামীমের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানা গেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর