শনিবার, ৩রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান
  • সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য
  • হাসিনার বক্তব্যের ফরেনসিক প্রতিবেদন উপস্থাপন
  • ঢাকাসহ ৮ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি
  • শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়
  • শ্রমিকদের ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ
  • ‘শ্রমিক-মালিকদের যৌথ প্রচেষ্টাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে’
  • মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে
  • জিআই পণ্যের স্বীকৃতি পেলো বরিশালের আমড়া
  • বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

বাংলাদেশের কাছে হেরে অসহায় নিউজিল্যান্ড অধিনায়ক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৮

ঘরের মাঠে যেখানে বাংলাদেশের বিপক্ষে একক আধিপত্য নিউজিল্যান্ডের, ১৮ ওয়ানডের সবগুলোতে জয়, সেখানে আজ অসহায় আত্মসমর্পণ করত হলো কিউইদের। নেপিয়ারে বাংলাদেশি পেসারদের তোপের মুখে মাত্র ৯৮ রানে গুটিয়ে ৯ উইকেট বিশাল ব্যবধানে হার। এই হারের পর অসহায়ত্ব ফুটে উঠল স্বাগতিক অধিনায়কের কণ্ঠে।

টম ল্যাথাম বললেন, ‘বাংলাদেশ আজ আমাদের একদম আউটপ্লেড করে দিয়েছে।


এমন উইকেটে যেখানে বোলাররা সুবিধা পায় সেখানে আসলে আমাদের দায়িত্ব ছিল ভালো জুটি গড়া। আগের দুই ম্যাচে আমরা তা ভালোভাবে করতে পেরেছি। এখানে শুরুতে আমরা অনেক চাপে ছিলাম। এরপর দ্রুতই একের পর এক উইকেট হারিয়েছি।

’উইকেট যেমনই হোক, এক শর রানের নিচে পুঁজি নিয়ে যে ম্যাচ জেতা যায় না। ল্যাথাম বলছিলেন, ‘বোর্ডে যখন মাত্র ১০০ এর কাছাকাছি রান থাকবে বাংলাদেশ তো এসেই শট খেলে রান তোলার চেষ্টা করবে এবং তারা সেটাই করেছে।’

শেষ ম্যাচ হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। বিশ্বকাপ খেলা ৮ জন ক্রিকেটার ছিল না এই দলে।


চোট আর বিশ্রাম মিলিয়ে সিনিয়ররা বাইরে ছিলেন। নতুন সুযোগ পাওয়াদের নিয়েও উচ্ছ্বসিত ল্যাথাম।
কিউই অধিনায়ক বলেন, ‘পুরো সিরিজের দিকে তাকালে দেখবেন আমাদের তিনজন (আদিত্য অশোক, জশ ক্লার্কসন, উইলিয়াম ও’রউরকে) অভিষিক্ত ক্রিকেটার ছিল। ব্যাপারটি দারুণ। এমন সিরিজে নতুন ক্রিকেটারদের খেলানো, ভবিষ্যতের জন্য তৈরি করাটা সবসময়ই বেশ ভালো ব্যাপার।


সবাই সিরিজজুড়ে সুযোগ পেয়ে গেছে এবং তারা তা কাজে লাগানোর চেষ্টা করে গেছে। সিরিজজুড়ে তারা দলের জন্য অবদান রেখেছে যা বেশ ভালো ব্যাপার ছিল।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর