রবিবার, ৪ঠা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে কোনো চুক্তি করেনি সরকার
  • হজযাত্রীদের ভিসা আবেদন সোমবার দুপুর ১২টার মধ্যে করতে হবে
  • ঐকমত্যের জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে
  • নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড
  • সৌদি পৌঁছেছেন ২২২০৩ হজযাত্রী
  • আল জাজিরার তথ্যচিত্রে ড. ইউনূসের ভূয়সী প্রশংসা
  • ‘ফেরেশতা এলেও কয়েক মাসে এ দেশকে ঠিক করতে পারবে না’
  • ব্যবসায়ীদের হুট করে রাজনীতিবিদ হওয়া নিয়ে যা বললেন শ্রম উপদেষ্টা
  • আইএমএফ বেশি শর্ত দিলে সরে আসবে বাংলাদেশ

মাকে নিয়ে ভোট দিয়ে গেলেন শাকিব খান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪, ১৬:২১

চলছে দ্বাদশ সংসদ নির্বাচন। তারকা প্রার্থীরা যেমন ভোটে আছেন, তেমনি তারকা ভোটারারাও দিচ্ছেন ভোট। সে তালিকায় আছেন চলচ্চিত্র তারকা শাকিব খান। মাকেসহ ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে গেলেন চলচ্চিত্র তারকা শাকিব খান।

আজ (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। দুপুর ২টা ৫০ মিনিটে স্কুলটির পশ্চিম দিকের ভবনের দোতলার একটি কক্ষে ভোট দেন তিনি। এ সময় তার মা নূরজাহান বেগমও সঙ্গে ছিলেন। মাকে নিয়ে একই কক্ষে ভোট দেন তিনি।

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রটি ঢাকা-১৭ আসনের মধ্যে পড়েছে। এ আসনের ভোটার ফেরদৌসও। তবে তিনি ভাসানটেক এলাকার একটি কেন্দ্রে ভোট দিয়েছেন।

গুলশানে ভোট দিয়ে শাকিব খান বলেন, ‘খুব ভালো লাগছে।


পাঁচ বছর পর পর আমরা যারা সাধারণ মানুষ সবার একটা বিশেষ দিন আজ। এদিন আমরা কথা বলতে পারি। ভোটের মাধ্যমে আমরা লিডার নির্বাচন করি। ভোটের মাধ্যমে আমরা আমাদের উন্নয়নে অংশ নিতে পারি। আমরা সবাই এই অঞ্চলেরই ভোটার।

আমার আম্মাকে নিয়ে ভোট দিতে এসেছি। ভালো লাগছে।’
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন প্রার্থী। তারা হলেন-নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, বেলুন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আরাফাত আশওয়াদ ইসলাম, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির কাজী শফিউল বাশার, বিএনএফের প্রার্থী টেলিভিশন প্রতীকে এস এম আবুল কালাম আজাদ, কুলা প্রতীকে বিকল্পধারার প্রার্থী আইনুল হক, আম প্রতীকে এনপিপির প্রার্থী গোলাম ফারুক মজনু এবং বাংলাদেশ সুপ্রীম পার্টির শাহ আলম একতারা প্রতীকে লড়ছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর