রবিবার, ৪ঠা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • রপ্তানি ট্রফি নীতিমালা সংশোধনে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে কমিটি
  • এনায়েত উল্লাহর ১৯০ গাড়ি জব্দের আদেশ
  • মঙ্গলবার সকালে ঢাকায় ফিরছেন খালেদা জিয়া
  • অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া রোহিঙ্গারা ফিরে যাবে না
  • এবার কোরবানিযোগ্য পশু ১ কোটি ২৪ লাখ
  • স্থায়ী একটি গণমাধ্যম কমিশনের সুপারিশ করেছি
  • হাসিনা-পুতুলসহ পেছালো ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তার প্রতিবেদন
  • রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে কোনো চুক্তি করেনি সরকার
  • হজযাত্রীদের ভিসা আবেদন সোমবার দুপুর ১২টার মধ্যে করতে হবে
  • ঐকমত্যের জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে

এবার যিশু খ্রিস্টকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন স্করসেজি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৪, ১৭:০৩

হলিউডের বর্ষীয়ান নির্মাতা মার্টিন স্করসেজি এবার যীশু খ্রিস্টকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। প্রশংসিত এই চলচ্চিত্র নির্মাতা গত বছর নিশ্চিত করেছিলেন যে পোপ ফ্রান্সিসের সাথে দেখা করার পর যীশু খ্রিস্টের বিষয়ে তিনি একটি চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেন। বর্তমানে চিত্রনাট্যটি সম্পূর্ণ তৈরি এবং এর প্রযোজনাও নির্ধারন করা হয়েছে বলে জানিয়েছেন স্করসেজি।

দ্য লস অ্যাঞ্জেলেস টাইমসের সাথে একটি সাক্ষাৎকারে স্করসেজি এই প্রকল্পের বিষয়ে জানান, এটি লেখক শ্যাসাকু এন্ডির উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করতে চলেছেন তিনি।


এর আগে ২০১৬ সালে জাপানি ক্যাথলিক শ্যাসাকু এন্ডির ১৯৬৬ সালের উপন্যাস ‘সাইলেন্স’ অবলম্বনে একই নামের চলচ্চিত্র নির্মাণ করেছিলেন স্করসেজি।
স্করসেজি বলেছেন যে তিনি এবং তাঁর লেখার সহযোগী কেন্ট জোন্স চিত্রনাট্যটি শেষ করেছেন এবং এই চলচ্চিত্রে যিশুর মূল শিক্ষাগুলি এবং নীতিগুলিকে অন্বেষণ করা হবে।


স্কোরসেজি বলেছেন, “এই মুহূর্তে ‘ধর্ম’ শব্দটির কারণে প্রত্যেকেই যুদ্ধের মুখে আছে কারণ এটি কিছু উপায়ে ব্যর্থ হয়েছে। তবে এর অর্থ এই নয় যে মানুষের শুরুর আবেগটি ভুল ছিল।


আপনি ধর্মকে প্রত্যাখ্যান করতে পারেন। কিন্তু এটা আপনার জীবনযাপনের ক্ষেত্রে একটা পার্থক্য আনতে পারে, এমনকি একে প্রত্যাখ্যান করার মাধ্যমেও। আমি শুধু বলতে চাচ্ছি, ধর্মকে প্রত্যাখ্যান করবেন না।”
স্করসেজি জানিয়েছেন, সিনেমাটি ২০২৪ সালেই নির্মাণ করা হবে।


এর আগেও ধর্মভিত্তিক চলচ্চিত্র তৈরি করে বেশ আলোচিত হয়েছেন স্করসেজি। তাঁর ১৯৮৮ সালের নিকোস কাজান্তজাকিসের উপন্যাস অবলম্বনে ‘দ্য লাস্ট টেম্পটেশন অফ খ্রিস্ট’ বিশ্বব্যাপী বিতর্ক উসকে দিয়েছিল। সিনেমাটির মাধ্যমে যিশুর জীবনের বিকল্প সময়রেখাকে চিত্রায়িত করেছিলেন এই নির্মাতা। ২০১৬ সালে তাঁর ‘সাইলেন্স’ জেসুইট পুরোহিতদের সংগ্রামকে চিত্রিত করে যা ১৭ তম শতাব্দীর জাপানে তাদের ধর্মের জন্য নির্যাতনকে ফুটিয়ে তুলেছিল পর্দায়। এছাড়াও ১৯৯৭ সালে স্কোরসেজি দালাই লামার জীবনী সম্পর্কিত চলচ্চিত্র ‘কুন্ডুন’ নির্মাণ করেছিলেন।

স্করসেজির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘দ্য কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’ ২০২৩ সালে মুক্তি পায় এবং সিনেমাটি বেশ দর্শকপ্রিয়তাও অর্জন করে। লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত চলচ্চিত্রটি গত বছরের সেরা চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। এ বছর অস্কারের লড়াইয়েও মনোনয়ন তালিকায় দাপট দেখাচ্ছে ‘দ্য কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর