সোমবার, ৫ই মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • রপ্তানি ট্রফি নীতিমালা সংশোধনে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে কমিটি
  • এনায়েত উল্লাহর ১৯০ গাড়ি জব্দের আদেশ
  • মঙ্গলবার সকালে ঢাকায় ফিরছেন খালেদা জিয়া
  • অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া রোহিঙ্গারা ফিরে যাবে না
  • এবার কোরবানিযোগ্য পশু ১ কোটি ২৪ লাখ
  • স্থায়ী একটি গণমাধ্যম কমিশনের সুপারিশ করেছি
  • হাসিনা-পুতুলসহ পেছালো ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তার প্রতিবেদন
  • রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে কোনো চুক্তি করেনি সরকার
  • হজযাত্রীদের ভিসা আবেদন সোমবার দুপুর ১২টার মধ্যে করতে হবে
  • ঐকমত্যের জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে

ইবির অবসরপ্রাপ্ত তিন অধ্যাপকবৃন্দদের বিদায়ী সংবর্ধনা

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৪, ১৬:২৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অবসরপ্রাপ্ত তিন অধ্যাপককে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (২১ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন বিভাগটি।

এ সময় বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. রুহুল আমিন, অধ্যাপক ড. নেছার উদ্দিন আহমদ ও অধ্যাপক ড. মাহফুজুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. সেলিম রেজা, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি।


এছাড়াও বিভাগটির অধ্যাপক অধ্যাপক ড. মোহাম্মাদ আব্দুল্লাহ, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. আবু সাইদ মোহাম্মাদ আলী, অধ্যাপক ড. আব্দুস সালাম, অধ্যাপক ড. ওবায়েদুল ইসলামসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে অতিথি ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বিদায়ী অধ্যাপকদের নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।


এসময় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখতে গিয়ে বিদায়ী অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, আমি প্রায় দীর্ঘ ৩০ বছর এ চাকরিতে অবস্থানরত ছিলাম। আমার সবচেয়ে আনন্দের সময় হচ্ছে আমার ক্লাস রুম। যখন শিক্ষার্থীদের সাথে ক্লাস করি তখন আনন্দ অনুভব করি। আরও আনন্দের বিষয় হচ্ছে যখন আমাদের মতো লেখকদের লেখা পাঠকরা পড়ে ফোনে বা ইমেইলের মাধ্যমে প্রশংসা করে, তখন একজন লেখক হিসেবে যে আনন্দ পাওয়া যায় তা আর অন্য কোথাও পাওয়া যায় না। এই ৩০ বছর সহকর্মী ও শিক্ষার্থীদের সাথে অত্যন্ত আন্তরিকতা ও সহমর্মিতার সাথে সময় কাটাইছি। ভবিষ্যতেও আশা করবো আমার শিক্ষকবৃন্দ এভাবে সময় কাটাবে। ছাত্রদের উদ্দেশ্যে বলবো তোমরা দায়িত্ববান হবা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর