সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ভিসা আবেদন না করায় ১৪ হজ এজেন্সির কাছে ব্যাখ্যা তলব
  • স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ‘উচ্ছ্বসিত’ উপ-প্রেস সচিব
  • ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
  • রপ্তানি ট্রফি নীতিমালা সংশোধনে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে কমিটি
  • এনায়েত উল্লাহর ১৯০ গাড়ি জব্দের আদেশ
  • মঙ্গলবার সকালে ঢাকায় ফিরছেন খালেদা জিয়া
  • অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া রোহিঙ্গারা ফিরে যাবে না
  • এবার কোরবানিযোগ্য পশু ১ কোটি ২৪ লাখ
  • স্থায়ী একটি গণমাধ্যম কমিশনের সুপারিশ করেছি
  • হাসিনা-পুতুলসহ পেছালো ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তার প্রতিবেদন

নরসিংদীতে প্রধান শিক্ষিকার অপসারনের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

হারুনূর রশিদ ,নরসিংদী

প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৪, ১৯:১০

নরসিংদী সরকারী বালিকা উচ্চ বিদ্যালরে প্রধান শিক্ষিকা শিউলি আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে অপসারনের দাবীতে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে ঘেরাও অবস্থান কর্মসূচি পালন করেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।


আজ (২৮ জানুয়ারি) রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পযর্ন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে ঘেরাও অবস্থান কর্মসূচি পালন করে এসএসসি পরীক্ষার্থীরা। পরে তাদের সাথে একাত্ততা পুষন করে স্কুলটির বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরাও তাদের সাথে আন্দোলন কর্মসূচিতে যোগ দিয়ে বিভিন্ন প্লে কার্ড ও শ্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এর আগে স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থীদের নেতৃত্বে স্কুলের সকল শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে নরসিংদী জেলা প্রসাশকের কার্যালয়ে আসে। এঘটনায় জেলা প্রসাশক ড.বদিউল আলম ২ সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন।


জানা গেছে ,নরসিংদী সরকারী বালিকা উচ্চ বিদ্যালরে প্রধান শিক্ষিকা শিউলি আক্তার বিভিন্ন সময় স্কুলের শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরন করে আসছিলেন। সর্বশেষ গত বৃহস্পতিবার স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের পূর্ব নিধারিত বিদায় অনুষ্ঠানের হওয়ার কথা ছিল। কিন্তু স্কুলের প্রধান শিক্ষক শিউলি আক্তার বিদায় অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের অনুষ্ঠান স্থলে ঢুকতে দেয়নি। পরে শিক্ষার্থীদের প্রতিবাদে মুখে শিক্ষার্থীদের অনুষ্ঠান স্থলে ঢুকতে দিলেও ৫ মিনিটের মধ্যে বিদায় অনুষ্ঠান শেষ করে দেন। এতে ফুঁসে উঠে শিক্ষার্থীরা। এ ঘটনার জেরে প্রধান শিক্ষিকা শিক্ষার্থীদের উপর চড়াও হয়ে ব্যবহারিক পরীক্ষায় মার্ক কমিয়ে দেয়াসহ পরীক্ষায় বহিষ্কারের হুমকি দেয়। প্রধান শিক্ষিকার এমন কর্মকান্ডে স্কুলটির বিদায়ী পরীক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে স্কুল প্রাঙ্গনে আন্দোলন করে। রাত ৮টা পযর্ন্ত শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে স্কুলের একটি কক্ষে অবরোদ্ধ করে রাখেন। খবর পেয়ে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাবসা নেওয়ার আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন তুলে নেয়।

এরই মধ্যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাবস্থা না নেওয়ায় (আজ)গতকাল রোববার স্কুলের পরিক্ষার্থীরা স্কুলে যায়। সেখানে স্কুলের বিভিন্ন শ্রেনীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি নরসিংদী জেলা প্রসাসকের কার্যালয়ে যায়। সেখানে জেলা প্রসাশকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে ঘেড়াও করে অবস্থান কর্মসূচী শুরু করে। এসময় প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে বিভিন্ন শ্লোগান ও প্লে কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা। পরে জেলা প্রসাশক ড.বদিউল আলম শিক্ষার্থীদের অভিযোগ শুনেন এবং একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ প্রদান করলে দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি তুলে নেয়।


উল্লেখ: গত বৃহস্পতিবার স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের পূর্ব নিধারিত বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থীরে সাথে অসৌজন্য মূলক আচরণ করে। এক পর্যায়ে এসএসসি পরীক্ষার্থীদের প্যাকটিক্যাল পরীক্ষায় নাম্বর কমিয়ে দেয়া সহ পরীক্ষায় বহিষ্কার করার হুমকিদেয় প্রধান শিক্ষিকা। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা আন্দোলন শরু করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর