সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আ. লীগ আমলে অনুমোদন পাওয়া গণমাধ্যমের বিষয়ে তদন্ত করা হবে
  • পদত্যাগ করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম
  • অতি দরিদ্র ২০ শতাংশ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার সুপারিশ
  • সৌদি আরবে আরও দক্ষকর্মী নিয়োগের আহ্বান আসিফ নজরুলের
  • দেশের ৬৭ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ
  • ১৬ মে থেকে শতভাগ অনলাইনে ‘দ্বৈত নাগরিকত্ব সনদের’ আবেদন
  • ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার
  • প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের যেসব সুপারিশ
  • প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

তথ্য কমপ্লেক্স প্রকল্পের জমি পরিদর্শনে খুলনায় মন্ত্রণালয়ের শীর্ষকর্তারা

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:১৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে কর্মকর্তাগণ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের জন্য খুলনা বেতারের জমি পরিদর্শন করেন।


পরিদর্শনকালে অতিরিক্ত সচিব জানান, বিভাগীয় পর্যায়ের ভবনগুলো হবে সাততলা এবং জেলা পর্যায়ের ভবনগুলো হবে পাঁচতলা বিশিষ্ট। প্রকল্পটি বাস্তবায়িত হলে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত তথ্য কমপ্লেক্স কর্মকর্তা-কর্মচারীদের অফিস সংকুলানসহ গণমাধ্যমকর্মী, চলচ্চিত্র প্রেমীদের মেলবন্ধন হিসেবে কাজ করবে। ফলে সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচারে আরো গতি আসবে। তথ্য কমপ্লেক্স ভবনে অবস্থিত সিনেপ্লেক্সে বাংলাদেশের অভ্যুদয়, ইতিহাস, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ও ডকুমেন্টারি, বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি চলচ্চিত্র ও ডকুমেন্টারি, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম বিষয়ক চলচ্চিত্র ও ডকুমেন্টারি, শিশু-কিশোরদের উপযোগী চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকবে। তথ্য কমপ্লেক্স নির্মাণ সম্পন্ন হলে মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। এছাড়া গণমাধ্যমকর্মীদের সুযোগ-সুবিধা, স্থানীয় প্রেসক্লাবসহ পরস্পরের মাঝে তথ্য আদান প্রদানের দ্বার উন্মুক্ত হবে।


পরিদর্শনকালে বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নিজামূল কবীর, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব (পরিকল্পনা) মোহাম্মদ গোলাম আজম, প্রকল্প পরিচালক মোঃ মনিরুজ্জামান, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মীর আলিফ রেজা, খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন, খুলনা বেতারের আঞ্চলিক প্রকৌশলী তাজুন নাহার আক্তার, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোঃ নূরুল ইসলাম, গণপূর্ত বিভাগের কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।


পরে প্রতিনিধি দল খুলনা বেতারে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং বেতার কেন্দ্র পরিদর্শন করেন। পরে সম্মেলনকক্ষে বেতারের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং স্টুডিওতে বেতারের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর