সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আ. লীগ আমলে অনুমোদন পাওয়া গণমাধ্যমের বিষয়ে তদন্ত করা হবে
  • পদত্যাগ করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম
  • অতি দরিদ্র ২০ শতাংশ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার সুপারিশ
  • সৌদি আরবে আরও দক্ষকর্মী নিয়োগের আহ্বান আসিফ নজরুলের
  • দেশের ৬৭ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ
  • ১৬ মে থেকে শতভাগ অনলাইনে ‘দ্বৈত নাগরিকত্ব সনদের’ আবেদন
  • ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার
  • প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের যেসব সুপারিশ
  • প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

শীতার্ত মানুষের পাশে ইবি শাখা ছাত্রলীগ

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
১১ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:৩৯

‘মানবিকতায় অগ্রদূত ছাত্রলীগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান অংশ হিসেবে অসহায়-দুস্থ শীতার্ত মানুষের শীতবস্ত্র উপহার দিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে প্রধান ফটকের সামনে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় সহ অর্ধশতাধিক নেতাকর্মী।

শীতবস্ত্র হাতে পেয়ে জামেনা নামক এক বৃদ্ধ মহিলা অনুভূতি ব্যক্ত করেন, আমি অসুস্থ, বাড়ি ক্যাম্পাসের পাশে শান্তিডাঙ্গা। রাতে মেজবাহ নামক এক পুলা আমারে টিকিট দিয়েছিল কম্বল নিতে। এই তো হাতে পেয়ে বুকে জড়িয়ে নিলাম।

বদরুজ্জামান নামক ভ্যানচালক বলেন, আমি ক্যাম্পাসে ১৫ বছর ভ্যান চালাচ্ছি। ছাত্রলীগের ভালো কাজগুলো দেখে যাচ্ছি। যদিও শীত প্রায় শেষের দিকে, আগামী বছরের জন্য তোলে রাখব। এখন আবারও শীত অনুভূত হচ্ছে। কাজে লাগবে। এই যে দীর্ঘদিন পথচলায় আরাফাত ভাই, জয় ভাই এদের জেনে আসছি।


এসময় উপস্থিত শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, শিক্ষার্থীবান্ধব সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের পাশে কাজ করে। তাছাড়া ছিন্নমূল মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকেন।

শীত প্রায় শেষ, এই মুহূর্তে এমন কর্মসূচি কতটুকু কার্যকর বলে জানতে চাইলে তিনি বলেন, কথায় আছে না 'এক মাঘে শীত যায় না'? কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। যেকোনো সময় তো কাজে লাগতে পারে।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সার্বিক সহযোগিতায় ইবি শাখা ছাত্রলীগ কর্তৃক ক্যাম্পাসে যারা তৃণমূল ভ্যানচালক, দোকানি, ডাইনিং-বয়, আনচার রয়েছে তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে তাদের হাতে তোলে দেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর