সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আ. লীগ আমলে অনুমোদন পাওয়া গণমাধ্যমের বিষয়ে তদন্ত করা হবে
  • পদত্যাগ করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম
  • অতি দরিদ্র ২০ শতাংশ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার সুপারিশ
  • সৌদি আরবে আরও দক্ষকর্মী নিয়োগের আহ্বান আসিফ নজরুলের
  • দেশের ৬৭ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ
  • ১৬ মে থেকে শতভাগ অনলাইনে ‘দ্বৈত নাগরিকত্ব সনদের’ আবেদন
  • ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার
  • প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের যেসব সুপারিশ
  • প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

শহীদ দিবস পালনে যে কর্মসূচি হাতে নিলো ইবি

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:২৩

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল, কেন্দ্রীয় শহীদ মিনারে পদযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন, পতাকা উত্তোলন সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।

গত ১১ ফেব্রুয়ারি জাতীয় দিবস সমূহ উদযাপন স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের যৌথ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ২০ ফেব্রুয়ারি রাতে ভাষা শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল এবং রাত ১১ টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা।

প্রথম প্রহরে (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় তাঁর সাথে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো: আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবে। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হবে।

এদিকে সকাল ১০টায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং কালো পতাকা উত্তোলন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান। এসময় তাঁদের সাথে থাকবেন ট্রেজারার প্রফেসর ড. মো: আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান।

এছাড়াও সকাল ৯ টা ৩০ মিনিটে হলসমূহে প্রভোস্টগণ জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করবেন এবং কালো পতাকা উত্তোলন করবেন। পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এ সময় তাঁর সাথে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো: আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান।

২০ ফেব্রুয়ারি রাত ১০টা ৩০ মিনিটে এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৯ টায় কুষ্টিয়া, ঝিনাইদহ এবং শৈলকূপা হতে প্রয়োজনীয় সংখ্যক বাস নির্ধারিত রুটে ক্যাম্পাসে বসবে এবং ক্যাম্পাস ছেড়ে যাবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর