মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ফিরে এলেন আপোষহীন নেত্রী
  • টেকসই উন্নয়নের জন্য সকল খাতে ন্যায্য রূপান্তরের আহ্বান
  • সনদ তৈরির পথরেখা দ্রুতই দেয়া হবে
  • অবৈধ অভিবাসন বন্ধে ইতালির সঙ্গে সমঝোতা স্মারক সই
  • উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা
  • ফিরোজার উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া
  • ঢাকার পথে খালেদা জিয়া
  • দেশ ও জাতির জন্য আনন্দের দিন আজ
  • ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
  • আ. লীগ আমলে অনুমোদন পাওয়া গণমাধ্যমের বিষয়ে তদন্ত করা হবে

ইবিতে ইইই বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী ৯ মার্চ

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
৭ মার্চ ২০২৪, ১৫:৫৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল অনুষদের অন্তর্ভুক্ত ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ সূচনালগ্ন থেকে ২৫ বছর পূর্ণতা পেতে যাচ্ছে আগামী ৮ মার্চ। এরই অংশ হিসেবে দু'দিন ব্যাপী রজতজয়ন্তী ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ ও ৯ মার্চ। পুনর্মিলনী উৎসব ঘিরে বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন সংলগ্ন আশেপাশের রাস্তায় শোভা বাড়াচ্ছে লাল-নীল ঝাড়বাতি। এছাড়াও বিভাগ প্রাঙ্গনে অঙ্কিত হচ্ছে রংবেরঙের আল্পনা।

বুধবারর (৬ মার্চ ) পুনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন।

বিভাগ সূত্রে জানা যায়, অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে সাবেক ও বর্তমান সব মিলিয়ে ৬৯৫ জন শিক্ষার্থী পুনর্মিলনীতে অংশগ্রহণ করবে বলে ইতোমধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে।

আরও জানা যায়, সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, খেলাধুলা, র‍্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এছাড়াও পুনর্মিলনীতে আসা শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধা ও পরিবহণ সেবা দেওয়া হবে।

পুনর্মিলনীর বিষয়ে জানতে চাইলে আহ্বায়ক অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, আমরা বেশ কিছুদিন ধরে এই রিইউনিয়ন প্রোগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম। আমাদের বর্তমানে ২৮ টি ব্যাচ চলমান রয়েছে। এর আগে ২৫ তম ব্যাচ আসার পর রজতজয়ন্তী হওয়ার কথা থাকলেও করতে পারিনি। এবার একইসাথে পুনর্মিলনী এবং রজতজয়ন্তী আয়োজন করছি।

তিনি আরো বলেন, এই রিইউনিয়নে আমাদের একদম শুরুর ব্যাচ (১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষ) থেকে সকল এলমনাই ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত থাকবে। এতেকরে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের ক্যারিয়ার গঠনে সচেতন হতে পারবে। এইরকম একটি আয়োজনের অংশ হতে পেরে ব্যস্ত সময় পার করলেও খুব আনন্দিত লাগছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর