বুধবার, ৭ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • প্রাথমিক শিক্ষা পদক বিতরণ ১০ মে
  • সীমান্তের জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ
  • ঐকমত্য কমিশনের সঙ্গে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা অনুষ্ঠিত
  • একনেকে ৯ প্রকল্পের অনুমোদন
  • মেট্রোরেলের ২ স্টেশন ভাড়া দেবে ডিএমটিসিএল
  • সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডা.জোবাইদা রহমান
  • সারাদেশে বিআরটিএর ৩৫ অফিসে দুদকের অভিযান চলছে
  • সাবেক আইজিপি শহীদুলসহ ৩ জন ট্রাইব্যুনালে
  • জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে
  • নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে

ঈদযাত্রায় প্রতিদিন ট্রেনে ঢাকা ছাড়ছেন প্রায় ২ লাখ মানুষ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৪, ১৫:৩০

ঈদযাত্রায় প্রতিদিন ট্রেনে করে প্রায় দুই লাখ মানুষ ঢাকা ছাড়ছেন বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক (ম্যানেজার) মোহাম্মদ মাসুদ সারওয়ার।

রবিবার ঢাকা রেলওয়ে স্টেশনে নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন মাসুদ সারওয়ার।

মাসুদ সারওয়ার জানান, আজ ঢাকা ও আশপাশের স্টেশন থেকে ৬৯টি ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে ৪৪টি আন্তঃনগর ট্রেনে সিটের যাত্রী ৩৩ হাজার ৫০০ জন। এ যাত্রীর অনুপাতে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিটে সাড়ে আট হাজার যাত্রী যাচ্ছেন। এছাড়া ২৫টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেন রয়েছে। এসব ট্রেনে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি মানুষ ঢাকা ছাড়ছেন।
ছাদে যাত্রী যাওয়া প্রসঙ্গে মাসুদ সারওয়ার বলেন, শুধু ঈদ নয়, সব সময়ই ট্রেনের ছাদে চড়ে ভ্রমণ করা সম্পূর্ণভাবে নিষেধ।

তিনি আরও বলেন, সার্বিকভাবে আমরা এখন পর্যন্ত সবকিছু ধরে রাখতে পেরেছি। আগামী দু’দিনও এমন সুষ্ঠু পরিবেশ থাকবে বলে প্রত্যাশা করছি।

স্টেশনের ভেতরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্তের যাত্রীরা স্টেশনে বসে অপেক্ষা করছেন। এখন পর্যন্ত ঈদযাত্রার ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় অভিযোগ নেই যাত্রীদের।

প্রসঙ্গত, ঈদ উপলক্ষে ৪ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে গত ২৫ মার্চ ও ৫ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৬ মার্চ। ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ ও ৯ এপ্রিলের টিকিট ৩০ মার্চ বিক্রি করা হয়েছে।

এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর