বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • টিউলিপ সিদ্দিককে দুদকে তলব
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ
  • আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ, ভয়ের কোন কারণ নেই
  • বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টি করা ড. ইউনূসের লক্ষ্য
  • রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সরকারের সহযোগী ভূমিকায় নেই
  • ‘অধিকার আদায়ে তরুণদের আর যেন জীবন দিতে না হয়’
  • বাতিল হচ্ছে সাইবার আইনের ৯৫ ভাগ মামলা
  • ‘বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন’
  • বনভূমি উদ্ধারে পরিবেশ মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্স গঠন
  • দেশের তাপমাত্রা উঠতে পারে ৩৯.৯ ডিগ্রি পর্যন্ত

গুচ্ছ পরীক্ষা উপলক্ষে ইবির শৃঙ্খলা উপ-কমিটির ১১টি সিদ্ধান্ত

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৪, ১৬:১৭

আসন্ন ২৪টি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম ঘিরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্র পুরোদমে প্রস্তুতি চলমান। এরই অংশ হিসেবে ইবির নিরাপত্তা ও শৃঙ্খলা উপ-কমিটির ১১টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে উক্ত কমিটির আলোচনা সভায়।

বুধবার (২৪ এপ্রিল) বেলা ১০ টার দিকে নিরাপত্তা ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এবং কমিটির সদস্য সচিব মো: আব্দুস সালামের উপস্থিততে এ সিদ্ধান্তগুলো নেওয়া হয়।

সিদ্ধান্ত সমূহ হলো-
১. শৃঙ্খলা বাহিনীর জন্য খাতওয়ারী ৩,৭৪,৩০০/- (তিন লক্ষ চুয়াত্তর হাজার আটশত) টাকা বাজেট বরাদ্দকরণ।

২. কুষ্টিয়া ও বিনাইদহ জেলার পুলিশ সুপার, ইবি থানা ও শৈলকুপা থানা বরাবর প্রক্টর কর্তৃক পত্র প্রেরণ।

৩. ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত গঠণের জন্য কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা প্রশাসক বরাবর প্রক্টর ও উক্ত উপ-কমিটি'র আহ্বায়ক কর্তৃক পত্র প্রেরণ।

৪. ক্যাম্পাসের ভিতরে ও বাইরে র‍্যাবের টহল দেওয়ার নিমিত্তে র‍্যাব-১২ কুষ্টিয়া বরাবর পত্র প্রেরণ।

৫. বিএনসিসি'র ৬০ জন এবং রোভার স্কাউটস ৫০ জন সদস্য ক্যাম্পাসে সার্বিক শৃংখলা রক্ষার্থে নিয়োজিত থাকবেন।

৬. কোন জটিলতা দেখা দিলে তাৎক্ষণিক যে কোন সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা থাকবে প্রক্টরের দায়িত্বে।

৭. ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে পরিবহণের ক্ষেত্রে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
ক) কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা হতে বিশ্ববিদ্যালয়ের স্টাফ বহণকৃত গাড়ি ৩ নং গেইট (ডরমেটরী গেইট) দিয়ে প্রবেশ করে স্ব স্ব স্থানে স্টাফদের নামায় দিয়ে গাড়ি র‍্যামে অবস্থান করবেন এবং স্টাফদের নিজস্ব গাড়ি ডরমেটরির ভিতরে অবস্থান করবেন।

খ) কুষ্টিয়া হতে আগত পরীক্ষার্থীদের গাড়ি ৩ নং গেইটে (ডরমেটরি গেইটে) পরীক্ষার্থীদের নামায় দিয়ে শান্তিডাঙ্গা সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে গাড়ি অবস্থান করবেন।

গ) ঝিনাইদহ হতে আগত পরীক্ষার্থীদের গাড়ি শেখপাড়া বাজারে পরীক্ষার্থীদের নামায় দিয়ে ডিএম কলেজে গাড়ি অবস্থান করবেন।

৮. ক্যাম্পাসে ভিতরে সমস্ত দোকান বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত।

৯. আগত অভিভাবকগণদের বাহিরে অবস্থান ও ভিতরে প্রবেশের বিষয়ে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি উপ-কমিটি গঠণের সিদ্ধান্ত গৃহীত।

১০. পরীক্ষা চলাকলীন সময়ে মেয়েদের যেকোন প্রকার অসুবিধায় দায়িত্ব পালন করার উপ কমিটি গঠন।

১১. ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে সময় স্থায়ী-অস্থায়ী হোটেল তদারকির দায়িত্ব পালনে উপকমিটি গঠন।

প্রসঙ্গত, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে মোট ১৫ হাজার ১০২ জন ভর্তিচ্ছু। এর মধ্যে ‘ক’ ইউনিটে ৬ হাজার ৪৪২ জন, ‘খ’ ইউনিটে ৭ হাজার ২৪৬ জন ও ‘গ’ ইউনিটে ১ হাজার ৪১৪ জন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর