বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • টিউলিপ সিদ্দিককে দুদকে তলব
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ
  • আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ, ভয়ের কোন কারণ নেই
  • বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টি করা ড. ইউনূসের লক্ষ্য
  • রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সরকারের সহযোগী ভূমিকায় নেই
  • ‘অধিকার আদায়ে তরুণদের আর যেন জীবন দিতে না হয়’
  • বাতিল হচ্ছে সাইবার আইনের ৯৫ ভাগ মামলা
  • ‘বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন’
  • বনভূমি উদ্ধারে পরিবেশ মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্স গঠন
  • দেশের তাপমাত্রা উঠতে পারে ৩৯.৯ ডিগ্রি পর্যন্ত

পাকা আমের কেজি ১৬০ থেকে ২৬০ টাকা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৪, ১৬:১৯

প্রায় এক মাসের বেশি সময় ধরে রাজধানীর বাজারগুলোয় পাওয়া যাচ্ছে কাঁচা আম। বৈশাখের মাঝামাঝি সময়ে এসে বাজারে দেখা মিলছে পাকা আমেরও।

গোবিন্দভোগ নামে পাকা আম বিক্রি হচ্ছে ১৬০-২৬০ টাকা কেজি দরে।
সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর ফার্মগেট ও কারওয়ান বাজার ঘুরে পাকা আম ও এর দাম সম্পর্কে জানা যায়।

বাজার দুটি ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচা আম বিক্রি করা হচ্ছে ৬০ টাকা থেকে ১০০ টাকায়। কাঁচা মিঠা আম বিক্রি করা হচ্ছে ১২০ টাকা থেকে ১৬০ টাকায়। আর মানভেদে পাকা আম বিক্রি করা হচ্ছে ১৬০ টাকা থেকে ২৬০ টাকায়। দোকানের পাশাপাশি ভ্যানেও আম বিক্রি করতে দেখা গেছে।

বিক্রেতারা জানান, পাকা আমের মৌসুম এখনও শুরু হয়নি। আরও ১৫-২০ দিন পর পাকা আমের মৌসুম শুরু হবে। তবে এরই মধ্যে সাতক্ষীরা থেকে আসা গোবিন্দভোগ আম বাজারে উঠছে। এগুলো মৌসুমের আমের মতো মিষ্টি নয়, তবে খারাপও নয়।

কারওয়ান বাজারের আম বিক্রেতা আরমান বলেন, পাকা আমের পুরোপুরি সিজন শুরু হতে আরও কয়দিন সময় লাগবে। এখন খুবই কম পরিমাণে পাকা আম উঠছে। অনেকে কিনছেনও।

আরিফুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, বাসার সবাই আম খুব পছন্দ করে। মূলত কাঁচা আমই কিনতে এসেছি। পাকা আম ওঠায় এক কেজি কিনলাম। সিজন শুরু না হওয়ায়, দামটা একটু বেশিই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর