বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • টিউলিপ সিদ্দিককে দুদকে তলব
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ
  • আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ, ভয়ের কোন কারণ নেই
  • বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টি করা ড. ইউনূসের লক্ষ্য
  • রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সরকারের সহযোগী ভূমিকায় নেই
  • ‘অধিকার আদায়ে তরুণদের আর যেন জীবন দিতে না হয়’
  • বাতিল হচ্ছে সাইবার আইনের ৯৫ ভাগ মামলা
  • ‘বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন’
  • বনভূমি উদ্ধারে পরিবেশ মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্স গঠন
  • দেশের তাপমাত্রা উঠতে পারে ৩৯.৯ ডিগ্রি পর্যন্ত

খুলনায় ফাতিমা হসপিটাল ও বগুড়া সুইটসকে লক্ষাধিক টাকা জরিমানা

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৪, ১২:১৫

খুলনা রয়েল মোড়ের ফাতিমা হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার এবং বগুড়া সুইটসকে লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা। গতকাল সোমবার দুপুরে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব এ অভিযান পরিচালনা করেন।


সূত্রে জানা গেছে, তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন। এ সময় ফাতিমা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও সংরক্ষণ এবং প্রতিশ্র“ত সেবা বিক্রয় না করার অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

একই এলাকার বগুড়া সুইটসকে উৎপাদিত দইয়ের মেয়াদ উত্তীর্ণ তারিখ ও মূল্য উলে­খ না করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে মোট ২টি প্রতিষ্ঠানকে এক লাখ ৬ হাজার হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর