শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • টিউলিপ সিদ্দিককে দুদকে তলব
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ
  • আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ, ভয়ের কোন কারণ নেই
  • বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টি করা ড. ইউনূসের লক্ষ্য
  • রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সরকারের সহযোগী ভূমিকায় নেই
  • ‘অধিকার আদায়ে তরুণদের আর যেন জীবন দিতে না হয়’
  • বাতিল হচ্ছে সাইবার আইনের ৯৫ ভাগ মামলা
  • ‘বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন’
  • বনভূমি উদ্ধারে পরিবেশ মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্স গঠন
  • দেশের তাপমাত্রা উঠতে পারে ৩৯.৯ ডিগ্রি পর্যন্ত

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৮ মে ২০২৪, ১১:৩০

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সোমবার (২৭ মে) সকাল থেকে টানা বৃষ্টিপাতে ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।


আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, এদিন ভোর থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া যায়।

বৃষ্টিতে দক্ষিণ সিটি করপোরেশনের বংশাল, সিদ্দিকবাজার এবং এর আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে জনসাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া পুরান ঢাকার সিক্কাটুলি লেন, আগামাছি লেন, নাজিরাবাজারসহ অন্যান্য এলাকাতেও জলাবদ্ধতা দেখা গেছে।

দক্ষিণ সিটি করপোরেশনের দয়াগঞ্জ, মিরহাজিরবাগ, নবীনগর, কমলাপুরের টিটি পাড়া, গোপীবাগ, ধানমন্ডি হকার্স মার্কেটের সামনে, আব্দুল গণি রোডে জলাবদ্ধতার কারণে দিনভর ভোগান্তি পোহাতে হয়েছে।

অন্যদিকে উত্তর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের উত্তরখান ও দক্ষিণখান এলাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি দিনভর বৃষ্টিতে ভোগান্তি চরমে পৌঁছেছে। এ ছাড়া উত্তর সিটির আওতাধীন মিরপুরের কালশীসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

দুই সিটি করপোরেশন বলছে, বৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসনে কাজ করছে তারা। পৃথক বিবৃতিতে সংস্থা দুটি জানিয়েছে, ভোগান্তি নিরসনে মাঠে নেমেছে কুইক রেসপন্স টিম। কল দিলেই জলাবদ্ধতা নিরসনে ছুটে যাচ্ছে এসব টিম। সেই সঙ্গে দুই সিটি চালু করেছে হটলাইন সেবা।

দক্ষিণ সিটি করপোরেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিমালের প্রভাবে বৃষ্টিপাতে ঢাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে ৯১টি টিম মাঠে নামানো হয়েছে। প্রতিটি টিমে পাঁচজন করে কর্মী কাজ করছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন রাজধানীর বিভিন্ন এলাকায় ১০টি কুইক রেসপন্স টিম কাজ করছে। পরিচ্ছন্নতাকর্মীরাও জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন। কোথাও পানি জমে থাকলে ডিএনসিসির হটলাইন ১৬১০৬-এ কল করলে দ্রুত সময়ের মধ্যে কুইক রেসপন্স টিম যেখানে পৌঁছে যাচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন এলাকায় কোথাও বৃষ্টিপাতজনিত জলাবদ্ধতা সৃষ্টি হলে নগরবাসীকে ০১৭০৯৯০০৮৮৮ নম্বরে কল করার অনুরোধ জানানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর