শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে
  • সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২৭১
  • সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক
  • সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চেষ্টা চলছে
  • আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে যে তথ্য দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • জাতীয় সনদ নিঃসন্দেহে নাগরিকদের সকল অধিকার সুরক্ষিত করবে
  • চট্টগ্রামে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে জোর প্রস্তুতি চলছে
  • সাংবাদিকতার স্বাধীনতা ছাড়া আইনের শাসন থাকবে না
  • হজে গিয়ে ৫ বাংলাদেশির মৃত্যু

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৪৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ জুন ২০২৪, ১৮:২৫

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে অন্তত ৪৯ অভিবাসনপ্রত্যাশীর প্রাণ গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এমনটি জানিয়েছে।

খবর বিবিসির।
বেঁচে যাওয়া যাত্রীদের কয়েকজন জানান, তাদের নৌকায় মোট ২৬০ অভিবাসনপ্রত্যাশী ছিলেন। সোমবার ঝোড়ো হাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়।

১৪০ জন নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে পেতে অনুসন্ধান তৎপরতা চলছে। আইওএম জানায়, তারা উদ্ধার পাওয়া ৭১ জনকে সহায়তা দিয়েছে। এর মধ্যে আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এডেনের পূর্বদিকে রুদাম জেলার স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, নৌকায় যারা ছিলেন, তারা অভিবাসনপ্রত্যাশী। তাদের বেশির ভাগই ইথিওপিয়ার। অভিবাসনপ্রত্যাশীরা উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে ইয়েমেনকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে থাকেন।

রুদাম জেলার পরিচালক হাদি আল-খুরমা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, সৈকতে পৌঁছার আগেই নৌকাটি ডুবে যায়।

স্থানীয় জেলে ও বাসিন্দারা জীবিতদের উদ্ধার করতে সমর্থ হন। উদ্ধার অভিবাসনপ্রত্যাশীরা তাদের সহযাত্রীদের কথা জানান, যারা একই নৌকায় ছিলেন, বলেন আল-খুরমা।

তিনি বলেন, অনুসন্ধান কার্যক্রম চলছে। ঘটনার বিষয়ে জাতিসংঘকে জানানো হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে আইওএম মুখপাত্র মোহাম্মদআলি আবুনাজেলা বলেন, সাম্প্রতিক এ ট্র্যাজেডি জরুরি অভিবাসন চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার কথা আরও একবার স্মরণ করিয়ে দিল।

জাতিসংঘের তথ্যমতে, গত বছর ৯৭ হাজার অভিবাসনপ্রত্যাশী হর্ন অব আফ্রিকা থেকে ইয়েমেনে যান। ইয়েমেনে যুদ্ধ এবং লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলার সত্ত্বেও এ সংখ্যা বেড়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর