সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুদ্ধবিরতি চুক্তির পর পাকিস্তানে পালিত হলো ‘ধন্যবাদ জ্ঞাপন দিবস’
  • ভারতে এবার বাংলাদেশি প্রবাসী সাংবাদিকদের ইউটিউব চ্যানেল বন্ধ
  • যুদ্ধবিরতির পরও শ্রীনগরে বিস্ফোরণ, পেশোয়ারে ড্রোন আতঙ্ক
  • গুরুদাসপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ২
  • ঢাকাসহ ৮ জেলায় তীব্র তাপপ্রবাহের আভাস
  • ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ‘টেকসই শান্তির’ প্রত্যাশা জাতিসংঘ মহাসচিবের
  • ভাঙ্গায় রাতের আঁধারে ৩ জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
  • হোয়াটসঅ্যাপে এআই ফিচার, গ্রুপ চ্যাটের সারমর্ম জানাবে এক ক্লিকে
  • বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
  • যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত-পাকিস্তানের

হিজবুল্লাহর প্রতি সমর্থন জানিয়ে যা বললেন ইরানের নতুন প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৪, ১৩:২৯

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে গাজায় ইসরাইলি বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

ইরানের বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত শুক্রবার (৫ জুলাই) ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন মাসুদ পেজেশকিয়ান। এরপর হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর কাছে পাঠানো বিবৃতিতে তিনি ইরানের সমর্থন পুনব্যক্ত করেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পেজেশকিয়ানের এটিই প্রথম কোনো পররাষ্ট্রনীতি বিষয়ক মন্তব্য।

১৯৮২ সালে লেবাননে গৃহযুদ্ধের সময়ে ইসরাইল বৈরুত দখল করে নিয়েছিল। সেই সময়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর উদ্যোগে হিজবুল্লাহ গঠিত হয়। এরপর থেকেই হিজবুল্লাহকে আর্থিক ও সমারিক সহায়তা দিয়ে আসছে ইরান।

হিজবুল্লাহর উদ্দেশ্যে পেজেশকিয়ান বলেন, প্রতিরোধের অধিকারের প্রতি সমর্থন দেয়া ইরানের মৌলিক নীতির মধ্যেই রয়েছে। হিজবুল্লাহর প্রতিরোধ যুদ্ধ গাজায় ইসরাইলি বর্বরতা বন্ধ করবে বলে আমরা বিশ্বাস করি।

এদিকে সোমবার (৮ জুলাই) ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, তেহরান লেবানিজদের প্রতি সমর্থন জানাতে দ্বিধা করবে না। ইসরাইলকে সতর্ক করে মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইসরাইল যদি এই অঞ্চলে বিশেষ করে লেবাননে হামলা করার মতো দুঃসাহস দেখায়, তাদের পরিণতি ভালো হবে না।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পরদিন থেকেই উত্তর ইসরাইলে রকেট এবং ড্রোন হামলা চালিয়ে আসছে লেবাননে অবস্থিত ইরানের প্রক্সি মিলিশিয়া হিজবুল্লাহ। হামলার আগুনে পুড়েছে হাজার হাজার একর জমি। এতে উচ্ছেদ হওয়া ৭০ হাজার ইসরাইলি এখনও ঘরে ফিরতে পারেনি। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) পাল্টা আঘাত হানছে, তাদের হামলার কারণে দক্ষিণ লেবাননের ৯০ হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর