শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তন্ময়সহ শেখ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা  
  • সাবেক ডিবি প্রধান হারুনের ফ্ল্যাট ও প্লট জব্দের আদেশ
  • ২৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
  • কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
  • সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে তদন্ত ছাড়াই
  • ওয়ার্ড সচিব ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার
  • নির্বাচন কমিশন সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না
  • পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা
  • আইসিটির দুর্নীতি তদন্ত ও শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স
  • তুরস্ক ও আমিরাত সফরে প্রধান বিচারপতি

গাজীপুরের ধামরাই-কালিয়াকৈর

সড়ক ধসে বড় গর্তের সৃষ্টি কারণে দুর্ঘটনার আশঙ্কা

মাসুদুর রহমান,কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
২২ জুলাই ২০২৩, ১৭:৫৮

গাজীপুরের কালিয়াকৈরে ধামরাই-কালিয়াকৈর সড়ক ধসে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তের কারণে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। জনজীবন বিপর্যয় এড়াতে অতিদ্রুত গর্তটি মেরামতের দাবী জানিয়েছেন এলাকাবাসী।


সরেজমিনে খোঁজ নিয়ে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় গত শুক্রবার রাতে ধামরাই-কালিয়াকৈর সড়ক ধসে প্রায় ৫-৬ ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এতে রাতেই কয়েকজন মোটরসাইকেল আরোহী ওই গর্তে পড়ে আহত হয়েছেন। পরে আহতরা ও এলাকাবাসী সেখানে বাঁশ, রশি ও লাল নিশান পুতে দেয়। কিন্তু সড়কটি মেরামত তো দুরের কথা এখন পর্যন্ত সড়ক বিভাগের কেউ কোনো খোঁজ-খবর নেয়নি। এলাকাবাসী অভিযোগ, সড়কটির নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এ গর্তের সৃষ্টি হয়েছে।

স্থানীয় মিনহাজ হোসেন ও হুমায়ূন আহমেদ ইমু, উজ্জল হোসেনসহ অনেকে জানান, প্রথমে সেখানে একটা ট্রাক ফেঁসে যায়। দুর্ঘটনার আতঙ্কে সে ট্রাক থেকে কয়েকজন লাফিয়ে পড়ে। পরে গর্তটি বড় আকার ধারণ করে।

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-সহকারী প্রকৌশলী অভি আহম্মেদ সুজন জানান, ওই পুড়ঙ্গ বা গর্তের বিষয়টি আমার জানা নেই। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। তবে খুব তাড়াতাড়ি সেটা মেরামতের ব্যবস্থা করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, আমরা পর্যবেক্ষণ করে বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানাবো। যাতে ওই ক্ষতিগ্রস্থ স্থানটি অতিদ্রুত মেরামত করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর