বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করছেন রিয়াজ হামিদুল্লাহ
  • মিশর যেতে হলে এখন থেকে শর্ত মানতে হবে বাংলাদেশীদের
  • জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে
  • প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • শান্তিরক্ষা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
  • রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার
  • অনলাইনে আ.লীগের সব প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি
  • চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড
  • সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন
  • চট্টগ্রাম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

জম্মু-কাশ্মীরে গোলাগুলি, অফিসারসহ ৪ ভারতীয় সেনা নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৪, ১৩:৫৫

জম্মু-কাশ্মীরের দোদা জেলায় গোলাগুলির ঘটনায় এক অফিসারসহ ৪ ভারতীয় সেনা নিহত হয়েছে। সোমবার (১৫ জুলাই) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

সেনাবাহিনী একটি অনলাইন পোস্টে জানিয়েছে, ক্যাপ্টেন ব্রিজেশ থাপা, নায়েক ডি রাজেশ, সিপাহী বিজেন্দ্র এবং সিপাহী অজয় ​​দায়িত্ব পালনকালে তাদের জীবন দিয়েছেন।

সেখানে বলা হয়, ‘সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিভেদি ক্যাপ্টেন ব্রিজেশ থাপা, নায়েক ডি রাজেশ, সিপাহী বিজেন্দ্র এবং সিপাহী অজয়ের মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছেন।

যারা সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করার সময় কর্তব্যরত অবস্থায় তাদের জীবন দিয়েছেন।’

সেখানে হ্যাশট্যাগ দিয়ে আরো লেখা হয়, #দোদায় এই অঞ্চলে শান্তি নিশ্চিত করার জন্য #ভারতীয় সেনা এই শোকের মুহুর্তে শোকাহত পরিবারের পাশে আছে।

কর্মকর্তাদের মতে, সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযান শুরু হয়। এই অভিযান শুরু হয় দোদার দেসা এলাকায়।

এ ঘটনায় ভারতীয় সেনাবাহিনী সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানায়, ‘সশস্ত্র গোষ্ঠীদের উপস্থিতির সুনির্দিষ্ট তথ্য পেয়ে রাত পৌনে ৮টার দিকে দোদার দেসা বনে যৌথ অভিযান শুরু করে রাষ্ট্রীয় রাইফেলস আর জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ অভিযান বাহিনী। রাত ৯টার দিকে যৌথ বাহিনী সশস্ত্র গোষ্ঠীর মুখোমুখি হলে তুমুল গোলাগুলি শুরু হয়।’ এনকাউন্টারে অন্তত পাঁচ সেনা গুরুতর আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সূত্রের খবর অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে কথা বলেছেন এবং দোদার পরিস্থিতি এবং চলমান অভিযান নিয়ে পর্যালোচনা করেছেন।

সিং জানিয়েছেন, তিনি সেনাদের হারিয়ে গভীরভাবে শোকাহত। তিনি বলেন, ‘জাতি আমাদের সেনাদের পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। যারা কর্তব্য পালনকালে তাদের জীবন উৎসর্গ করেছে।’

সিং আরো বলেন, ‘সন্ত্রাসবিরোধী অভিযান চলছে। আমাদের সেনারা সন্ত্রাসবাদকে নির্মূল করতে এবং এই অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর