শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তন্ময়সহ শেখ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা  
  • সাবেক ডিবি প্রধান হারুনের ফ্ল্যাট ও প্লট জব্দের আদেশ
  • ২৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
  • কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
  • সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে তদন্ত ছাড়াই
  • ওয়ার্ড সচিব ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার
  • নির্বাচন কমিশন সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না
  • পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা
  • আইসিটির দুর্নীতি তদন্ত ও শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স
  • তুরস্ক ও আমিরাত সফরে প্রধান বিচারপতি

এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ ঠাকুরগাঁওয়ে

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত:
২৩ জুলাই ২০২৩, ১৪:৩১

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নয়াপাড়ার গ্রামে রয়েছে প্রায় ২০০ বছর বয়সী এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম একটি আম গাছ। দূর থেকে দেখলে মনে হবে যেন একটা বিশালাকৃতির ঝাউগাছ।

সবচেয়ে বড় আকর্ষণ গাছের ডাল। এই আমগাছটি উপমহাদেশের সবচেয়ে বড় আমগাছ হিসেবে পরিচিত।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে ১২ কিলোমিটার দূরে সীমান্ত ইউনিয়ন হরিণমারীর নয়াপাড়ার গ্রামে রয়েছে এ আমগাছ।

গাছের ডালগুলো কাণ্ড থেকে বেরিয়ে একটু ওপরে উঠেই মাটিতে নেমে গেছে। তারপর আবারও উঠেছে ওপরের দিকে। দেখতে অনেকটা টেউয়ের মতো। আবার কাণ্ড থেকে বের হয়েছে ২০টি শাখা। শাখাগুলোর দৈর্ঘ্য ৪০ থেকে ৫০ ফুট। গাছের প্রতিটি ডালে অনায়াসে হাঁটাচলা ও বসা যায়। ডালগুলো একেকটা মাঝারি সাইজের আমগাছের মতো।

জানা গেছে, আম গাছটির বর্তমান মালিক দুই ভাই সাইদুর রহমান ও নূর ইসলাম। তারাও সঠিক বলতে পারেন না, ঠিক কবে গাছটির চারা রোপণ করা হয়েছিল। তাদেরও ধারণা প্রায় ২০০ বছর হবে গাছটির বয়স।

উপমহাদেশ জুড়ে সূর্যপুরী জাতের এত বড় আমগাছ আর নেই। ফলে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় আম গাছটি হওয়ায় প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে শত শত দর্শনার্থী দেখতে আসেন এই গাছটি। বিশেষ করে ছুটির দিনগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি থাকে বেশি।

আম গাছের মালিক সাইদুর রহমান বলেন, তিন বিঘা জায়গাজুড়ে গাছটির অবস্থান। গাছটি আমার বাবার দাদার দাদা লাগিয়েছিলেন বলে শুনেছি। এর বয়স আনুমানিক ২০০ বছর হবে। প্রতিজনের কাছ থেকে আমরা ৩০ টাকা করে নেই। টিকিট বিক্রি করে যা পাই, তা দিয়ে আমরা দুই ভাই মিলে গাছটির রক্ষণাবেক্ষণা পরিচর্যা করি।

গাছের মালিক নুর ইসলাম বলেন, গাছের বয়স বেশি হলেও প্রতিবছরে এই গাছে অনেক আম ধরে। অন্য আমের তুলনায় এই আমের দাম বেশি। অনেক সুস্বাদু। গাছটি যাতে ভালো থাকে এর জন্য নিয়মিত স্প্রে ও পরিচর্যা করা হয়। আমের মৌসুমে যারা আমগাছ দেখতে আসেন তারাই আবার এই গাছের আম কিনে নিয়ে যায়। আমের মৌসুমে গাছের পাশেই তা বিক্রি করা হয়। আম গাছ দেখতে প্রায় প্রতিদিনই গাছের তলে ভিড় জমায় মানুষজন।

রাজশাহী থেকে আসা মামুনুর রশিদ জানান, আমি এই প্রথম রাজশাহী থেকে ঠাকুরগাঁওয়ে আসছি পল্লী সঞ্চয় ব্যাংকের অফিসের কাজে। তবে এখানে এসে জানতে পারলাম এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম আম গাছ ঠাকুরগাঁওয়ে আছে। তাই নিজের চোখে দেখার জন্য ছুটে আসি আমগাছ দেখতে। তবে এখানে এসে আমগাছ দেখে আমি মুগ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সৃষ্টির সেরা নেয়ামত এটি।

নাটোর থেকে আসা আব্দুল হামিদ জানান, আমি ঠাকুরগাঁওয় এসেছি আমার এক অফিসের কাজে এখানে এসে জানতে পারি এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম আমগাছ আছে। তাই অফিসে সকল স্টাফদেরকে নিয়ে আম গাছ দেখতে ছুটে আসলাম। এই প্রথম এত বড় আমগাছ আমি দেখতেছি এত গাছ দেখছি তবে এত বড় আম গাছ কখনো দেখিনি। গাছটা দেখে মন ভরে গেল। আমাদের দেশে এত সুন্দর আর এত বড় আমগাছ আছে তা আমরা অনেকেই জানি না।

দিনাজপুর থেকে আসা সুমাইয়া ইসলাম বলেন, অনেক দিন ধরে গাছটি দেখার ইচ্ছা ছিল। নানা কারণে সেই ইচ্ছা পূরণ হয়নি। আজ আসার পর দারুণ লাগছে। আমার একটি স্বপ্ন ছিল কবে গাছটি দেখব। অবশেষে গাছটি দেখার আশা পূরণ হলো। আমি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় আম গাছ দেখতে পেরেছি।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলার আমাদের হরিণমারীতে যে আমগাছটি রয়েছে, তা আমাদের জন্য গৌরবের। প্রায় এক একর জায়গাজুড়ে গাছটি। আমরা সরকারের তরফ থেকে এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা ও দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছি। আর গাছটি কীভাবে আরও বেশি দিন বেঁচে থাকে, সে বিষয়ে আমরা কাজ করছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর