বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করছেন রিয়াজ হামিদুল্লাহ
  • মিশর যেতে হলে এখন থেকে শর্ত মানতে হবে বাংলাদেশীদের
  • জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে
  • প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • শান্তিরক্ষা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
  • রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার
  • অনলাইনে আ.লীগের সব প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি
  • চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড
  • সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন
  • চট্টগ্রাম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

বাকৃবিতে শিক্ষার্থী ও আইসিটি সেলের পরিচালকের আলোচনা

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৯

ওয়াই-ফাই ও মোবাইল নেটওয়ার্কের সমস্যার সমাধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আইসিটি সেলের পরিচালকের সাথে শিক্ষার্থীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। ওই সভায় শিক্ষার্থীদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রুস্তম আলী এবং সেগুলো যথাসম্ভব সমাধানের আশ্বাস দেন।

এসময় শিক্ষার্থীরা জানায়, ক্যাম্পাসের বেশ কয়েকটি হলে বিশেষত মেয়েদের হলে মোবাইল নেটওয়ার্ক অত্যন্ত দুর্বল। অনেক সময় তাদের জন্য মোবাইল ফোনের মাধ্যমে সঠিকভাবে কল করা বা ইন্টারনেট ব্রাউজিং করাও কঠিন হয়ে পড়ে। এছাড়া সপ্তাহের শেষের দিকে শুক্রবার ও শনিবারে ওয়াই-ফাই সংযোগ কার্যত অকার্যকর অবস্থায় থাকে। একইসঙ্গে বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় ধরে ওয়াই-ফাই নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার কারণে ছাত্রছাত্রীরা অত্যন্ত অসুবিধার সম্মুখীন হন।

শিক্ষার্থীরা আরো অভিযোগ করেন, শিক্ষার্থীরা নিজেরা রাউটার কিনে সংযোগ স্থাপন করলেও পর্যাপ্ত ব্যান্ডউইথ পাওয়া যায় না। হঠাৎ করে ব্যান্ডউইথ অনেক কমে যায় যা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ন কার্যক্রম পরিচালনার প্রধান অন্তরায়। ওয়াই-ফাই সমস্যার জন্য আইসিটি সেলকে কল করে বা অভিযোগ দিয়েও অনেকসময় কোনো সাড়া পাওয়া যায় না। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কিছু নির্দিষ্ট স্থান যেমন আব্দুল জব্বার মোড়, কে আর মার্কেট এবং ফার্ষ্ট গেটের দিকে ভালো ওয়াই-ফাই সংযোগ থাকলেও, হলগুলোতে এবং অনুষদ ভবনগুলোতে এই সুবিধা খুবই দুর্বল। আমরা চাই দ্রুত সময়ে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কের সমস্যাগুলোর সমাধান পাওয়া যাবে।

এসময় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রুস্তম আলী জানান, নতুন দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট সেবার উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছি। বেশ কিছু হলে আধুনিক ওয়াই-ফাই সিস্টেম সংযুক্ত করা হয়েছে। শিক্ষার্থীদের স্পিড কমে যাওয়ার সমস্যা নিয়েও আমরা কাজ করবো। অতিসত্বর আমরা সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবো।

তিনি আরো বলেন, তবে হলগুলোর ক্ষেত্রে শিক্ষার্থীরা যদি সবাই আলাদা আলাদা করে কল না করে, একজন প্রতিনিধির সাহায্যে বিষয়টি অবগত করে তাহলে দ্রুত সমাধান করা সম্ভব। পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধানেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর