বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করছেন রিয়াজ হামিদুল্লাহ
  • মিশর যেতে হলে এখন থেকে শর্ত মানতে হবে বাংলাদেশীদের
  • জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে
  • প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • শান্তিরক্ষা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
  • রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার
  • অনলাইনে আ.লীগের সব প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি
  • চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড
  • সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন
  • চট্টগ্রাম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

সেনা কর্মকর্তা হত্যার প্রধান অভিযুক্ত নাছিরসহ গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় নিহত সেনা কর্মকর্তা লে. তানজিম ছারোয়ার নির্জনকে হত্যাকারী নাছির উদ্দিন (৩৮) প্রকাশ ডাকাত নাছিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। এ সময় হত্যাকাণ্ডে তার সহযোগী এনামকেও (৫০) গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে চকরিয়ার মধ্যম কাহারিয়া ঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী। র‍্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা সেনা কর্মকর্তা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এ কর্মকর্তা।

চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, সেনা কর্মকর্তা হত্যাকান্ড মামলায় অস্ত্রসহ দুইজন আসামীকে থানায় হস্তান্তর করেছে র‍্যাব-১৫। আসামীরা অসুস্থ থাকায় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে কোর্টে পাঠানো হবে। নাছির উদ্দিন উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখলাী রিজার্ভপাড়া গ্রামের বাসিন্দা আবদুল মালেকের ছেলে এবং এনামুল হক একই ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে।

গত ২৩ সেপ্টেম্বর রাত ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সেখানে যায়। আনুমানিক ৪টায় মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় ৭-৮ সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন।

এ সময় লেফটেন্যান্ট তানজিম ডাকাত নাছির উদ্দিনকে ধরে ফেলেন। পরে নাছির উদ্দিনের আরও দুই তিনজন সহযোগী এগিয়ে এসে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ারকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আঘাত পেয়ে তানজিম মাটিতে লুটিয়ে পড়েন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিক মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেনা সদস্যকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দেশেজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। তানজিম হত্যাকান্ডের ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ আল হারুন উর রশিদ বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর