বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • অনলাইনে আ.লীগের সব প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি
  • চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড
  • সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন
  • চট্টগ্রাম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
  • আ.লীগের খবর প্রকাশ করলেই শাস্তি!
  • গরুর দেশীয় জাত হারানোর বিনিময়ে আধুনিক জাত দরকার নাই
  • এনবিআর বিলুপ্তিতে কর্মকর্তাদের দুশ্চিন্তার কিছু নেই
  • চিকিৎসার নিরাপদ পরিবেশ নিশ্চিতে বদ্ধপরিকর সরকার
  • ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ চায় ইবি শিক্ষার্থীরা

রবিউল আলম, ইবি

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের সাথে শিক্ষা সংস্কার বিষয়ক মতবিনিময় সভা করেছেন ইবি নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে ১৪ টি সংস্কার প্রস্তাবনায় ৪৬টি দাবি উত্থাপন করা হয়। এসময়ে লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধের দাবি জানায় শিক্ষার্থীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সহস্রাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের আর্থিক এবং প্রশাসনিক দায়িত্ব পালনকরা অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী সহ বিভিন্ন অনুষদের ডিন এবং বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

মত বিনিময় সভায় শিক্ষার্থীরা তাদের নানান শিক্ষা সংস্কারের বিষয় তুলে ধরেন এবং দ্রুত সংস্কারের দাবি জানায়। শিক্ষা সংস্কারের মধ্যে অন্যতম সংস্কারগুলো হলো, ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ, নির্দিষ্ট একটি পরিচয়পত্রের মাধ্যমে ক্যাম্পাসে সকল সুযোগ সুবিধা বাস্তবায়ন, বিভাগসমূহের জন্য পর্যাপ্ত ক্লাসরুম নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার মান উন্নয়ন করা, প্রত্যেক বিভাগের জন্য একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাস পরীক্ষা সম্পন্নসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন তারা।

এসময়ে শিক্ষার্থীরা বলেন, আমরা বিগত কয়েক বছর ধরে এরকম লেজুড়বৃত্তিক রাজনীতি দ্বারা নির্যাতিত হয়েছি দিনের পর দিন। বাক স্বাধীনতা হারিয়েছি, হারিয়েছি লেখার স্বাধীনতাও। আমার ভাইদের রক্তের বিনিময়ে পাওয়া আজকের এই স্বাধীন দেশে আমরা পূর্বের ন্যায় নির্যাতিত হতে চাইনা। তাই এই বিশ্ববিদ্যালয়ের আমরা লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবী জানাচ্ছি।

মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি এবং আমি এখানকার উপাচার্য হয়েছি। আমার কাজ হবে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা। সেজন্য সবাইকে একসাথে নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার মাধ্যমে তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে।

তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরা যেসব সংস্কারের দাবি তুলে ধরেছেন তাদের প্রত্যেকটা দাবি যৌক্তিক। শিক্ষার্থীদের সকল দাবী এবং বৈষম্যের বিরুদ্ধে কঠিন অবস্থান গ্রহণ করা হবে। এই স্বাধীন বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক ছাত্রকে একই ভাবে মূল্যায়ন করা হবে।

এছাড়াও বলেন, আমি দায়িত্ব পালনের জন্য এসেছি। এখানে আমি দায়িত্ব নিয়েছি তোমাদের জন্য কাজ করার জন্য। আমি তোমাদের আশাহত করবো না। আমি তোমাদেরই ভাইস চ্যান্সেলর। আমি প্রতিদিন তোমাদের মুখ দেখতে চাই। তোমাদের সাথে কথা বলে এই সংস্কার করতে চাই।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর