বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • অনলাইনে আ.লীগের সব প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি
  • চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড
  • সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন
  • চট্টগ্রাম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
  • আ.লীগের খবর প্রকাশ করলেই শাস্তি!
  • গরুর দেশীয় জাত হারানোর বিনিময়ে আধুনিক জাত দরকার নাই
  • এনবিআর বিলুপ্তিতে কর্মকর্তাদের দুশ্চিন্তার কিছু নেই
  • চিকিৎসার নিরাপদ পরিবেশ নিশ্চিতে বদ্ধপরিকর সরকার
  • ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না
  • ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর জেল

ইবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, কটুক্তিকারীদের হুশিয়ারি

রবিউল আলম, ইবি

প্রকাশিত:
১ অক্টোবর ২০২৪, ১৬:০৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১২-ই রবিউল আউয়াল, মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জন্মদিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। এতে পৃথিবীতে একজন মুসলমান বেঁচে থাকা পর্যন্তও রসুলের (স.) অপমান সহ্য করা হবে না বলে কটুক্তিকারীদের হুশিয়ারি দেন বক্তারা।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আয়োজনে এই র‍্যালি আয়োজিত হয়। র‍্যালিটি উক্ত অনুষদের সামনে থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক, মেইন গেট, প্রশাসন ভবন প্রদক্ষিণ করে আবারো একই স্থানে যেয়ে সমাবেশে মিলিত হয়।

এতে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান সহ অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে বক্তারা বলেন, মহানবী (স:) পুরো বিশ্বের রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। যার সম্মানে আমরা আজকের র‍্যালি করেছি তার সম্মান মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনের মধ্যেই দিয়ে রেখেছেন। অত্যন্ত পরিতাপের বিষয়, যে মানুষটি দুনিয়াতে এসেছিলেন রহমত নিয়ে, সেই মানুষটিকে আজ দুনিয়ার বিভিন্ন জায়গায় কটুক্তি করা হচ্ছে। দুনিয়ার যে কোন মুসলমান তার জীবনের চেয়েও নবীকে বেশি ভালোবাসে। যদি প্রমাণ দিতে হয় তাহলে নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও বিশ্বের মুসলমান তার প্রমাণ দিবে।

থিওলজি অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, বৈরী আবহাওয়া কারণে আমরা যথাসময়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে না পারলেও রবিউল আউয়াল মাসের মধ্যেই আমরা নবীর সম্মানে এমন আয়োজন করতে পেরে আমরা প্রমাণ করেছি যে রাসুল (সা:) প্রতি ভালোবাসায় আমাদের কোন কমতি নেই। আমরা রাসুলকে আমাদের জীবন দিয়ে ভালোবাসি। তিনি মুসলমানদের ন্যায় কাফের, মুশরিক এবং প্রতিটি প্রাণীর জন্য রহমত৷ আমাদের কিছু কুলাঙ্গার রাসুল (সঃ)কে কটুক্তি করে কথা বলে। আমি হুশিয়ারি করে বলে দিতে চাই, পৃথিবীতে একজন মুসলমান বেঁচে থাকা পর্যন্তও রসুলের (স.) অপমান সহ্য করা হবে না।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর