সোমবার, ১২ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • যুদ্ধবিরতি চুক্তির পর পাকিস্তানে পালিত হলো ‘ধন্যবাদ জ্ঞাপন দিবস’
  • ভারতে এবার বাংলাদেশি প্রবাসী সাংবাদিকদের ইউটিউব চ্যানেল বন্ধ
  • যুদ্ধবিরতির পরও শ্রীনগরে বিস্ফোরণ, পেশোয়ারে ড্রোন আতঙ্ক
  • গুরুদাসপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ২
  • ঢাকাসহ ৮ জেলায় তীব্র তাপপ্রবাহের আভাস
  • ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ‘টেকসই শান্তির’ প্রত্যাশা জাতিসংঘ মহাসচিবের
  • ভাঙ্গায় রাতের আঁধারে ৩ জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
  • হোয়াটসঅ্যাপে এআই ফিচার, গ্রুপ চ্যাটের সারমর্ম জানাবে এক ক্লিকে
  • বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
  • যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত-পাকিস্তানের

কবিতা

স্রষ্টাকে ভালোবাসো

সাদিয়া তাসনিম

প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৪, ১২:১৯

স্রষ্টা বলেছেন, 'তুমি যাকে'ই
আমার চেয়ে বেশি ভালোবাসবে',
আমি তাকে'ই তোমার কাছ থেকে
দূরে নিয়ে যাবো
তোমাকে একা করে রাখব।"

তিনি আরও বলেছেন,
'কখনো বলবেনা আমি তাকে ছাড়া বাঁচবোনা'
তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো।
পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে,
তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব!

তুমি কী দেখো না?
ঋতুরাও বদলাতে থাকে।
ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে।
ধৈর্য হারিয়ে যায়।

কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু,
সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই
আবার সবুজ পাতা গজায়,
তুমি কী দেখো না?

তোমার স্রষ্টার এই নিদর্শন?
যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে,
সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যাবে।
তোমার মন ভেঙে যাবে!

এমনকি তোমার বন্ধুও
শ*ত্রুতে পরিণত হবে,
আর শত্রুও খানিক সময় পরে
পরিণত হবে বন্ধুতে।

যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও
বেশি ভালোবাসতে সেও প্রতারণা করবে!
অথচ সেই মানুষটি তোমার ছাড়া
অনেক ভালো সময় পার করছে!

তবে তুমি কেন স্রষ্টা বিমুখ হয়ে
মানুষকে ভরসা করো?
অদ্ভুত এই পৃথিবী!

যখন তুমি ভাবো এটা হবেনা কখনো,
কিন্তু পরোক্ষণে সেটাই হয়।
সেটাই হবার নয় কী?
তুমি বলো, 'আমি পড়বোনা' অথচ তুমি পড়ো।
তুমি বলো, 'আমি বিস্মিত হবোনা!'
অথচ তুমি রোজ বিস্মিত হও।

এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে-
তুমি বলতে থাকো 'আমি মরে গেছি' অথচ তুমি বাঁচো।
অথচ তুমি বেঁচে থাকো।
তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়,
তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে!

তাই তোমার স্রষ্টাকে ভালোবাসো
তোমার জন্য যা কল্যাণকর নয়
তা থেকে স্রষ্টা তোমাকে বিরত রাখবে।

তোমার শখের মানুষটি দেরিতে আসুক
তবুও স্রষ্টাকে ভরসা করো
নিঃসন্দেহে সে তোমার জন্য কল্যাণকর!
তার জন্য অপেক্ষায় থেকো
হঠাৎ একদিন স্রষ্টা তোমাকে খুশি করে দিবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর