রবিবার, ১১ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
  • ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে
  • সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২৭১
  • সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক
  • সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চেষ্টা চলছে
  • আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে যে তথ্য দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • জাতীয় সনদ নিঃসন্দেহে নাগরিকদের সকল অধিকার সুরক্ষিত করবে
  • চট্টগ্রামে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে জোর প্রস্তুতি চলছে
  • সাংবাদিকতার স্বাধীনতা ছাড়া আইনের শাসন থাকবে না

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান

আনিসুর রহমান, কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৪, ১৭:৩৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বন বিভাগের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় যৌথ বাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা বন বিভাগ।

বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে গাজীপুরের কালিয়য়াকৈর উপজেলার সফিপুর বুটমিল পাশা গেট এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, শেখ হাসিনা সরকার পতনের পর গত ৫ আগস্ট থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় ভূমি দস্যুরা বনের জমিতে থাকা গাছ কেটে বন বিভাগের জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলে। স্থানীয় বন বিভাগের কর্মীরা একাধিকবার তাদের বাধা দিলেও তারা অবৈধ স্থাপনা গড়ে তোলা থেকে বিরত থাকেনি। বন বিভাগের লোকজন অবৈধ স্থাপনা নির্মাণে বাধা দিতে গেলে বন বিভাগের কর্মীদের উপর হামলার ঘটনাও ঘটেছে একাধিকবার।কয়েকজন বন বিভাগের কর্মী আহত অবস্থায় হাসপাতালেও ছিলেন দীর্ঘদিন। এসব হামলার ঘটনায় কালিয়াকৈর বন বিভাগের কর্মীরা থানায় একাধিক মামলাও করেছে।

বুধবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা কালিয়াকৈর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদের সহযোগিতায় যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে ঢাকা বন বিভাগের চারটি রেঞ্জের ২৫ টি বিটের ৮০ জন বন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে উপজেলার সফিপুর বুটমিল পাশা গেট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত করেন । এ সময় বন বিভাগের কর্মীরা বনের জমিতে গড়ে উঠা কয়েক শত অবৈধ স্থাপনা ভেকু মেশিন দিয়ে ঘুড়িয়ে দেয়। উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।

কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ জানান বনের জমিতে যারা অবৈধভাবে বিভিন্ন স্থাপনা তৈরি করছে সে সব সকল তৈরিকৃত স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

কালিয়াকৈর বন বিভাগের সহকারী বন সংরক্ষণ রেজাউল আলম বলেন, ৫ আগস্ট এর পর স্থানীয় ভূমি দস্যুরা বনের জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলে। কালিয়াকৈরে দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তারা তাদের একাধিক বাধা দিলেও তারা বনের জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলার কাজ চালিয়ে যায় এমনকি বন বিভাগের কর্মীদের উপরও হামলা চালায় কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে এ উচ্ছেদ কার্যক্রম চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর