রবিবার, ১১ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে
  • সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২৭১
  • সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক
  • সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চেষ্টা চলছে
  • আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে যে তথ্য দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • জাতীয় সনদ নিঃসন্দেহে নাগরিকদের সকল অধিকার সুরক্ষিত করবে
  • চট্টগ্রামে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে জোর প্রস্তুতি চলছে
  • সাংবাদিকতার স্বাধীনতা ছাড়া আইনের শাসন থাকবে না
  • হজে গিয়ে ৫ বাংলাদেশির মৃত্যু

মেসি গোল পাননি, মায়ামিকে জেতালেন সুয়ারেজ-আলবা

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২৪, ১৩:১৭

আগের দুই ম্যাচেই পেয়েছিলেন হ্যাটট্রিকের দেখা। ফলে সবার নজর ছিল লিওনেল মেসির ওপর।

কিন্তু এবার আর গোল পাননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাতে অবশ্য ইন্টার মায়ামির খুব একটা অসুবিধা হয়নি। লুইস সুয়ারেজ ও জর্দি আলবার গোলেই জয় তুলে নিয়েছে তারা।

মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম প্লে অফের ম্যাচে আজ আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মায়ামি জিতেছে ২-১ গোলে। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামির হয়ে গোল করেছেন লুইস সুয়ারেজ ও জর্দি আলবা। মেসি গোল না পেলেও আলবার করা ম্যাচের দ্বিতীয় গোলটি এসেছে তারই সহায়তায়।

এই জয়ে তিন ম্যাচের প্লে-অফ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইন্টার মায়ামি। দ্বিতীয় ম্যাচ হবে ৩ নভেম্বর ভোর ৫টায়, মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। এরপর ১০ নভেম্বর চেজ স্টেডিয়ামে হবে শেষ ম্যাচ। সেই সঙ্গে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে যাওয়ার পথেও একধাপ এগিয়ে গেল মায়ামি।

ম্যাচের শুরুতেই গোলের দেখা পান সুয়ারেজ। দ্বিতীয় মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ভুলে বল পেয়ে বক্সের ভেতর থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন উরুগুইয়ান স্ট্রাইকার।

মেসি গোল না পেলেও নিষ্প্রভ ছিলেন না। বেশ কয়েকবার গোল করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। সপ্তপম মিনিটে বক্সের বাইরে থেকে তার শট আটলান্টা গোলরক্ষক ব্রাড গুজান ঠেকিয়ে না দিলে ব্যবধান আরও বাড়তে পারত। ২৬তম মিনিটেও মেসির দারুণ এক শট ঠেকান গুজান।

মায়ামির দিক থেকে একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যস্ত আটলান্টা স্রোতের বিপরীতে ৩৯তম মিনিতে সমতা ফেরায়। সাবা লবজানিদজের ওই গোলে সমতাতে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ওপর চড়াও হন মেসিরা। ৫২তম মিনিটে মেসির ফ্রি-কিক লক্ষ্যভ্রষ্ট হয়। মিনিট চারেক পরে মেসির বানিয়ে দেওয়া বলে গোল করতে পারেননি দিয়েগো গোমেজ। তবে ৬০তম মিনিটে মেসির পাসে বক্সের বাইরে বল পেয়ে বল জালে জড়ান আলবা। এরপর বাকি সময় আটলান্টা চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর