বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • প্রাথমিক শিক্ষা পদক বিতরণ ১০ মে
  • সীমান্তের জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ
  • ঐকমত্য কমিশনের সঙ্গে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা অনুষ্ঠিত
  • একনেকে ৯ প্রকল্পের অনুমোদন
  • মেট্রোরেলের ২ স্টেশন ভাড়া দেবে ডিএমটিসিএল
  • সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডা.জোবাইদা রহমান
  • সারাদেশে বিআরটিএর ৩৫ অফিসে দুদকের অভিযান চলছে
  • সাবেক আইজিপি শহীদুলসহ ৩ জন ট্রাইব্যুনালে
  • জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে
  • নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে

কনসার্টের মাঝেই ভক্তদের যে সারপ্রাইজ দিলেন টেলর সুইফট

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২৪, ১৪:৩৩

পপ সম্রাজ্ঞী টেলর সুইফট। বিগত কয়েক বছর ধরে কনসার্ট থেকে রেকর্ডকৃত গান সবখানেই রাজত্ব চলছে তার। গত বছর শুরু হওয়া গায়িকার ‘দ্য এরাস ট্যুর’ বিশ্বব্যাপী মাতিয়ে যাচ্ছে।

আমেরিকান এই পপ গায়িকার প্রতিটি কনসার্টে ঢল নামে শ্রোতা-দর্শকদের। সুইফটের এরাস ট্যুর মানেই বিশ্বজুড়ে উন্মাদনা। প্রতিবারই মঞ্চে নিত্যনতুন চমক রাখেন তিনি। এবার কনসার্টের মাঝেই ভক্তদের সারপ্রাইজ দিলেন টেলর সুইফট।

গত ২৬ অক্টোবর রাতে পারফর্ম করেছেন যুক্তরাষ্ট্রের নিউ অরলিনসে। বরাবরের মতো নানা সাজ-পোশাকে মঞ্চে গান গেয়ে দর্শক মাতিয়েছেন তিনি। এদিন তার সঙ্গে গলা মিলিয়েছে প্রায় ৬৫ হাজার দর্শক-শ্রোতা।

কনসার্ট চলাকালীন হঠাৎ আরেক জনপ্রিয় গায়িকা সাবরিনা কার্পেন্টারকে সারপ্রাইজ হিসেবে মঞ্চে ডেকে আনেন সুইফট।

এর আগে সুইফট বলেন, আজ আমি এমন একটি গান গাইতে চলেছি, যেটা আমার নয়। গান যিনি গেয়েছেন, তাকে আমি সত্যিই অনেক ভালোবাসি। তোমরাও কি আমার মতোই গানটি ভালোবাসো?

তিনি আরও বলেন, আমি জানি, কিছুটা আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। কারণ, আমি আমার বন্ধুকে ভালোবাসি এবং সাবরিনাকে নিয়ে আমি খুব গর্বিত। অতঃপর নিজের মুঠোফোন হাতে নেন সুইফট।

সাবরিনাকে কল দিয়ে লাউড স্পিকার অন করে গায়িকা বলেন, নিউ অরলিনসের কনসার্টে তোমার ‘এসপ্রেসো’ গানটির কিছু অংশ গেয়েছি আমি। তোমাকে কল দিয়েছি শুধু এটা বলার জন্য যে, তুমি কোথায়? এখানে আমাদের সঙ্গে নেই কেন?’

এ কথার বিপরীতে সাবরিনা জানান, সুইফটের খুব কাছেই আছেন তিনি। যেখান থেকে মঞ্চে উঠতে পাঁচ সেকেন্ড লাগবে! এরপরই সবাইকে চমকে দিয়ে সাবরিনা মঞ্চে উঠলে দর্শকের উচ্ছ্বাস বেড়ে যায় কয়েক গুণ। পরে যৌথভাবে ‘এসপ্রেসো’ গানটিতে পারফর্ম করেন তারা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর