রবিবার, ৪ঠা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • রপ্তানি ট্রফি নীতিমালা সংশোধনে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে কমিটি
  • এনায়েত উল্লাহর ১৯০ গাড়ি জব্দের আদেশ
  • মঙ্গলবার সকালে ঢাকায় ফিরছেন খালেদা জিয়া
  • অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া রোহিঙ্গারা ফিরে যাবে না
  • এবার কোরবানিযোগ্য পশু ১ কোটি ২৪ লাখ
  • স্থায়ী একটি গণমাধ্যম কমিশনের সুপারিশ করেছি
  • হাসিনা-পুতুলসহ পেছালো ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তার প্রতিবেদন
  • রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে কোনো চুক্তি করেনি সরকার
  • হজযাত্রীদের ভিসা আবেদন সোমবার দুপুর ১২টার মধ্যে করতে হবে
  • ঐকমত্যের জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ডিসপ্লে উদ্বোধন

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১৭:২০

শিক্ষক-শিক্ষার্থী কিংবা বহিরাগত মেহমানদের কাছে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় তথ্যাদি তুলে ধরতে ‘ডিজিটাল ডিসপ্লে’ উদ্বোধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে করে অপরিচিত পরিদর্শকদের অজানাকে জানার পথ দেখা বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১২ টায় প্রশাসন ভবনের নিচ তলায় প্রবেশমুখে এ ডিসপ্লে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী সহ শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী বলেন, মূলত এখানে ক্যাম্পাসের বিভিন্ন বিল্ডিং, আবাসিক হল, একাডেমিক কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনার শর্ট ভিডিও থাকবে। যেখানে ক্যাম্পাসের ইনফরমেশন শো করবে। একজন বাহিরের মেহমান আসলে যেন সহজেই ক্যাম্পাস সম্পর্কে ধারণা নিতে পারে। নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ডাইনামিক ব্যক্তি। যার হাত ধরেই আন্তর্জাতিক মানের ডিজিটালাইজেশনের এটিই প্রথম ধাপ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বর্তমান ডিজিটাল যুগ, এই যুগে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের করতে হলে আমাদের ডিজিটাল ক্ষেত্রটার প্রতি গুরুত্ব দিতে হবে। আমাদের মধ্যে অনেকেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানি না বা বিশ্ববিদ্যালয়ে মাঝেমধ্যে যে বুলেটিং গুলো বের হয় সেগুলোও পড়ি না। তাদের সুবিধা সহ বহিরাগত ভিজিটরদের জন্য বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করার সুযোগ হয়েছে। কিভাবে ডিজিটালাইজেশনের দিকে বিশ্ববিদ্যালয়টাকে নিয়ে যাওয়া যায় সেই ভাবনা নিয়েই সবার সাথে এগিয়ে যাব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর