রবিবার, ৪ঠা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • স্থায়ী একটি গণমাধ্যম কমিশনের সুপারিশ করেছি
  • হাসিনা-পুতুলসহ পেছালো ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তার প্রতিবেদন
  • রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে কোনো চুক্তি করেনি সরকার
  • হজযাত্রীদের ভিসা আবেদন সোমবার দুপুর ১২টার মধ্যে করতে হবে
  • ঐকমত্যের জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে
  • নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড
  • সৌদি পৌঁছেছেন ২২২০৩ হজযাত্রী
  • আল জাজিরার তথ্যচিত্রে ড. ইউনূসের ভূয়সী প্রশংসা
  • ‘ফেরেশতা এলেও কয়েক মাসে এ দেশকে ঠিক করতে পারবে না’

ভিক্টোরিয়া কলেজে সমতট পড়ুয়ার বই বিনিময় প্রহর

সাইফুল ইসলাম সুমন, কুমিল্লা

প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৪, ১৮:৩২

একটি বই একবার পড়ার পর দ্বিতীয় বার সেই বই পড়তে কারোই ইচ্ছে করে না। তখন আমরা বইটি বুক সেলফে রেখে দেই। কিন্তু কেমন হয় বইটি বুক সেলফে না রেখে একে অপরের কাছে বিনিময় করি। ঠিক তেমনি এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সাহিত্য সংগঠন 'সমতট পড়ুয়া।

রোববার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে 'সমতট পড়ুয়া'র অর্ধযুগে পদার্পণ উপলক্ষে দিনব্যাপি বই বিনিময় প্রহর অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁঞা।

এসময় তিনি বলেন, বই পড়া শুধু মানুষের সাংস্কৃতিক বিকাশ নয় আমাদের মননশীলতাকে পরিবর্তন করে দেয়। বই পড়া মানে একটি চরিত্রের সাথে কথা বলা। এই কথা বলার মাধ্যমে আমাদের ভিতরে যে কালো কালিমাগুলো রয়েছে তা পরিষ্কার হয়ে আমাদের আলোর পথে নিয়ে আসে। এজন্য আমাদের বই পড়ার বিকল্প নেই। বই পড়ায় উদ্বুদ্ধ করতে আজকে সমতট পড়ুয়া যে আয়োজনটুকু করেছে আমি তাদের ধন্যবাদ জানাই।

এসময় কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আবদুল মজিদ, শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক ও সমতট পড়ুয়ার উপদেষ্টা মহিবুবুল হক ছোটন, সভাপতি সুপ্রিয়া রায়, সহ-সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সুপ্তি রাণী সাহা, অনুষ্ঠানের আহবায়ক শিমুল চৌধুরী ও অনুষ্ঠান সম্পাদক মহিউদ্দিন নাবিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সমতট পড়ুয়ার সভাপতি সুপ্রিয়া রায় বলেন, বই পাঠের মাধ্যমে মনের আত্মিক উন্নতি সাধন হয়। মনের আত্মিক উন্নতি করতে আমরা বই বিনিময়ের আয়োজন করেছি। একজন পাঠক হিসেবে আপনি যে বইটি পাঠ করেছেন বা আপনার সংগ্রহে এমন কতগুলো বই রয়েছে যা আপনি হয়তো আর কখনো পড়বেন না। সে বইটি অন্য আরেকজন পাঠককে পড়ার সুযোগ করে দিতে পারছেন এ বই বিনিময়ের মাধ্যমে। ঠিক আপনিও আপনার পঠিত বই বিনিময়ের মাধ্যমে আপনার অপঠিত বই নিয়ে আপনিও পড়ার সুযোগ পাচ্ছেন।

বই বিনিময় প্রহর অনুষ্ঠানের আহবায়ক শিমুল চৌধুরী বলেন, সমতট পড়ুয়ার অর্ধ যুগে পদার্পণ উপলক্ষে আমাদের এই বই বিনিময় প্রহর। আমরা এখানে একটি বইয়ের বিনিময়ে আরেকটি বই দিয়ে থাকি। আমাদের যারা সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর