শনিবার, ৩রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আল জাজিরার তথ্যচিত্রে ড. ইউনূসের ভূয়সী প্রশংসা
  • ‘ফেরেশতা এলেও কয়েক মাসে এ দেশকে ঠিক করতে পারবে না’
  • ব্যবসায়ীদের হুট করে রাজনীতিবিদ হওয়া নিয়ে যা বললেন শ্রম উপদেষ্টা
  • আইএমএফ বেশি শর্ত দিলে সরে আসবে বাংলাদেশ
  • টিসিবির ভুয়া কার্ড বাতিল করে স্মার্টকার্ড দেওয়া হবে
  • সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার বাণিজ্য প্রতিনিধি
  • যারা জুলাইয়ের বিপক্ষে ছিল তারা হামলার প্রস্তুতি নিচ্ছে
  • ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়
  • বিমানের প্রস্তাব ফিরিয়ে দিলেন খালেদা জিয়া
  • সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান

ভাঙ্গায় বিএনপি নেতা পান্নার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

মোসলেউদ্দিন (ইমরান),ভাংগা (ফরিদপুর)

প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৪, ১৯:১৬

ফরিদপুরের ভাঙ্গা পৌর বিএনপির নেতা মিজানুর রহমান পান্না গণমাধ্যমে উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সির চাচাতো ভাই ফারুক মুন্সিকে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বলে যে তথ্য ছড়িয়েছেন তা মিথ্যা। গত ১লা ডিসেম্বর কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় "বাস কাউন্টার দখল নিয়ে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে তিনি নিজের স্বার্থ হাসিলের জন্য উপজেলা বিএনপির সাধারন সম্পাদকের বিরুদ্ধে এমন মিথ্যাচার করেছেন।

গতকাল শনিবার দুপুরে শ্রমিক দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ফারুক মুন্সী। পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান পান্নার মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে উপজেলা শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ফারুক মুন্সী বলেন, পান্নার বক্তব্যের কোন প্রমাণ নাই। ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই বক্তব্য দিয়েছেন, আমি তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। ফারুক মুন্সি আরো বলেন, আমার পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে জন্ম থেকেই সম্পৃক্ত। কোন কালেই তিনি শ্রমিক লীগের সঙ্গে জড়িত ছিলেন না। মিজানুর রহমান পান্নার বক্তব্য একমাত্র মুন্সী পরিবারকে হেয় করতেই তিনি এমন বক্তব্য মিডিয়াকে দিয়েছেন। এমন বক্তব্যে তার রাজনৈতিক ভাবমূর্তী ক্ষুন্ন হয়েছে বলে জানান। তিনি দাবি করেন পরিবহন মালিকরা আমাদেরকে কাগজে-কলমে কাউন্টার দিয়েছেন। আমরা বৈধ থাকা সত্ত্বেও আমাদেরকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে করতে দেওয়া হয় নাই। আওয়ামী সরকার পতনের পর আমরা ৬ আগস্ট বৈধভাবে কাউন্টার নিয়েছি। পান্নার ভাতিজা পরশ সাবেক ছাত্রলীগের নেতা ও নিক্সন চৌধুরীর সমর্থক, তাকে দিয়ে কাউন্টার বসিয়েছেন। যাদের অত্যাচারে ১৫টি বছর আমরা দেশ ছাড়া তাদেরকে কাউন্টার দিয়ে বিএনপি নেতা পান্না সাহেব ছাত্রলীগকে প্রতিষ্ঠা করার অপচেষ্টা চালাচ্ছেন। ভাঙ্গা উপজেলা শ্রমিক দলএসব করতে দেবেনা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক হাদিউজ্জামান রাজু, উপজেলা ছাত্রদলের আহবায়ক সানজিদ ফেরদৌস নিশু, সিনিয়র যুগ্ন আহবায়ক সজল তালুকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক এম এম কুতুবউদ্দিন স্মরণ প্রমূখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর