শনিবার, ৩রা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান
  • সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য
  • হাসিনার বক্তব্যের ফরেনসিক প্রতিবেদন উপস্থাপন
  • ঢাকাসহ ৮ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি
  • শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়
  • শ্রমিকদের ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ
  • ‘শ্রমিক-মালিকদের যৌথ প্রচেষ্টাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে’
  • মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে
  • জিআই পণ্যের স্বীকৃতি পেলো বরিশালের আমড়া
  • বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

পঞ্চম শিরোপা জিতে বছর শেষ করলো রিয়াল মাদ্রিদ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৫

ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালের শুরুটায় রিয়াল মাদ্রিদকে দেখা যায় বিবর্ণ। পরে অবশ্য গোল পান কিলিয়ান এমবাপ্পে।

বাকি সময়টা অনায়াসে খেলে যায় ক্লাবটি। গোলও পায় আরও। পাচুকা এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইউরোপের সফলতম ক্লাবটি।

গতকাল রাত কাতারের লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর ক্লাবটিকে ৩-০ ব্যবধানে হারায় রিয়াল। প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান রদ্রিগো। শেষদিকে আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করে সদ্য ‘ফিফা দ্য বেস্ট’ জেতা ভিনিসিয়ুস জুনিয়র।

ক্লাব বিশ্বকাপের আগের মডেলে এই বছর প্রথমবার শুরু করা হয় ইন্টারকন্টিনেন্টাল কাপ। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ সরাসরি ফাইনালে জায়গা করে নেয়। আর উদ্বোধনী আসরেই শিরোপা নিজেদের ঘরে তোলে। এ নিয়ে চলতি বছরে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তুলল রিয়াল। এর আগে তারা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ কাপ জিতে।

দারুণ শুরু করা পাচুকা অবশ্য সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। উল্টো ৩৭তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। মাঝমাঠ থেকে ফেদে ভালভার্দে বল টেনে নিয়ে জুডে বেলিংহ্যামকে খুঁজে নেন। প্রথম স্পর্শে ইংলিশ এই মিডফিল্ডার বাড়ান ভিনিসিয়ুস জুনিয়রকে। পায়ের কারিকুরিতে ডিফেন্ডারসহ গোলরক্ষককে কাটিয়ে এই ব্রাজিলিয়ান খুঁজে নেন এমবাপ্পেকে। পায়ের টোকায় বল জালে ভেড়াতে ভুল করেননি ফরাসি ফরোয়ার্ড।

বিরতির পর দারুণ এক গোলে ব্যবধান বাড়ান রদ্রিগো। এমবাপ্পে থেকে পাওয়া বল ডিফেন্ডারদের কাটিয়ে বক্সের বাইরে থেকে চোখধাঁধানো শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তবে অফসাইডের সন্দেহ জাগে রেফারির। ভিএআর চেক করে অবশ্য গোলের সিদ্ধান্তই দেন তিনি।

৮৪তম মিনিটে নিজেদের বক্সে লুকাস ভাসকেসকে ফাউল করেন পাচুকা ডিফেন্ডার। শুরুতে রিয়ালের আবেদনে সাড়া না দিয়ে রেফারি খেলা চালিয়ে যান। পরবর্তীতে ভিএআর চেক করে পেনাল্টির সিদ্ধান্ত দেন তিনি। সফল স্পট কিকে লক্ষ্যভেদ করে স্কোরলাইন ৩-০ করেন ভিনিসিয়ুস।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর