শুক্রবার, ২রা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান
  • সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য
  • হাসিনার বক্তব্যের ফরেনসিক প্রতিবেদন উপস্থাপন
  • ঢাকাসহ ৮ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি
  • শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়
  • শ্রমিকদের ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ
  • ‘শ্রমিক-মালিকদের যৌথ প্রচেষ্টাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে’
  • মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে
  • জিআই পণ্যের স্বীকৃতি পেলো বরিশালের আমড়া
  • বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

ভাঙ্গায় পৃথক ঘটনায় দুই দল গ্রামবাসীর মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত-২০

মোসলেউদ্দিন(ইমরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২৪, ১৩:১২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৃথক ঘটনায় দুই দল গ্রামবাসীর মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষ সহ উভয় দলের কমপক্ষে ২০ জন সমর্থক আহত হয়েছে। এ সময় বাড়িঘর ও দোকান ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ও বিকেলে দীঘলকান্দা ও চরকান্দা গ্রামে জমি সংক্রান্ত ও আধিপত্য বিস্তার নিয়ে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, ভংগা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের নজর আলী মোল্লা ও তার আপন চাচাতো ভাই কবির মোল্লার সাথে জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত বাবু শেখ, আবির শেখ, মহিতন বেগম, মতিয়ার মোল্লা, সাইফুল মোল্লা ও বিপ্লব মোল্লাকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ সময় কবির মোল্লার একটি দোকান ও নজর আলীর ভ্যানের গ্যারেজ ভাঙচুর চালিয়েছে হামলাকারীরা।

এদিকে আলগি ইউনিয়নের চরকান্দা গ্রামে শনিবার বিকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভুলুু মোল্লা ও রব মোল্লা দলের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র ঢাল সরকি টেটা পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়ের মাঝে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় উভয় দলের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত শামীম মোল্লা, শাহিন মোল্লা, বাচ্চু মোল্লা, শানু বেগম, মোহাম্মদ মোল্লা, আব্দুর রহমান, আলি মোল্লাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আব্দুর রব মোল্লা গ্রুপের শানু বেগমের মৃত্যুর গুজবের খবরে প্রতিপক্ষ ভুলু মোল্লার বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটতরাজ করার অভিযোগ পাওয়া গেছে ।

এ ঘটনায় ভাংগা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান জানান, দীঘলকান্দা গ্রামে সংঘর্ষের খবর শুনেছি তবে কোন পক্ষের এখন পযর্ন্ত অভিযোগ পাওয়া যায়নি। এবং চরকান্দা গ্রামে ভুলু মোল্লা ও বাচ্চু মোল্লাদের মাঝে সংঘর্ষ ঘটে উভয় দলের পাঁচজন আহত হয়েছে এবং ভুলু মোল্লার বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর